বিরাটের এই রেকর্ড এবার ভাঙার মুখে, পাকিস্তানের মাটিতে তৈরি হতে পারে নতুন ইতিহাস

Published on:

virat kohli rishabh pant

বিরাট কোহলির (Virat Kohli) বিশেষ টেস্ট রেকর্ড এবার ভাঙার মুখে। বিরাটের (Virat Kohli Record) এই রেকর্ড ভাঙতে পারেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট (Joe Root)। কোন রেকর্ড ভাঙতে চলেছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার?

বিরাটের কোন রেকর্ড ভাঙতে পারে?

WhatsApp Community Join Now

টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত ৭টি ডাবল সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। অন্যদিকে জো রুটের ঝুলিতে ছয়টি ডাবল সেঞ্চুরি রয়েছে। জো রুট যদি চলতি টেস্টম্যাচে বা পাকিস্তানের বিপক্ষে আসন্ন তৃতীয় টেস্টে আরও দু’টি ডাবল সেঞ্চুরি করেন, তাহলে তাঁর ডাবল সেঞ্চুরির সংখ্যা হবে ৮। ফলে তিনি বিরাট কোহলির এই দুর্দান্ত রেকর্ডটি ভেঙে স্থাপন করতে পারবেন নতুন মাইল ফলক। অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে জো রুট বড় ইনিংস খেলতে পারলে বিরাট কোহলির টেস্ট রেকর্ড ভাঙতে পারবেন।

ডাবল সেঞ্চুরি করার ব্যাপারে কোন ব্যাটসম্যান কোথায়?

চেতেশ্বর পূজারা একজন ঠান্ডা মাথার ব্যাটসম্যান যিনি দীর্ঘ ইনিংস খেলার জন্য পরিচিত। ১৭৬ ইনিংসে ৩ বার ২০০-র বেশি রান করেছেন তিনি। বাংলাদেশের মুশফিকুর রহিম ১৭০ ইনিংসে ৩টি ডাবল সেঞ্চুরি করেছেন। দলের হয়ে অনেক গুরুত্বপূর্ণ সময়ে বড় ইনিংস খেলেছেন তিনি। ১৯৫ ইনিংসে ৪ বার ২০০-র বেশি রান করেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। ২৬৮ ইনিংসে ৬টি ডাবল সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট। বলার অপেক্ষা রাখে না তিনি তাঁর দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান। ১৮০ ইনিংসে ৬টি ডাবল সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কেন উইলিয়ামসন।

বিরাটের সামনে এখন নিউজিল্যান্ড

ভারতের হয়ে বিরাট কোহলি এখনও পর্যন্ত ১৯৫ ইনিংসে ৭টি ডাবল সেঞ্চুরি করেছেন। দীর্ঘ সময় ক্রিজে থাকার জন্য এবং বড় স্কোর করার জন্য পরিচিত। বিরাট কোহলিকে এখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০২৪ সালের ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া তিন টেস্টের সিরিজে খেলতে দেখা যাবে। এই সিরিজেও তিনি দুর্দান্ত পারফরম্যান্স করবেন বলে আশা করা হচ্ছে।

সঙ্গে থাকুন ➥
X