কলকাতাঃ নিউজিল্যান্ডের সঙ্গে চলমান তিন ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে প্রথম দুই ম্যাচে হেরে গিয়েছে ভারত। মুম্বাইয়ে তৃতীয় ম্যাচটি টিম ইন্ডিয়ার জন্য সম্মান বাঁচানোর লড়াই। ওদিকে নিউজিল্যান্ডের কাছে ভারতকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করার একমাত্র সুযোগ। তবে শেষ টেস্টের আগেই নিউজিল্যান্ড দলের জন্য খারাপ খবর এসেছে। দলের তারকা প্লেয়ার কেন উইলিয়ামস তৃতীয় টেস্ট ম্যাচে খেলতে পারবেন না বলে জানিয়েছে কিউয়ি বোর্ড।
আসলে চোটের কারণে বেঙ্গালুরুতে প্রথম টেস্ট ও পুণেতে দ্বিতীয় টেস্ট ম্যাচও খেলতে পারেননি কেন উইলিয়ামস। তবে এতে কিউয়ি দলে কোনও প্রভাব পড়েনি। তাঁরা হেলায় দুই টেস্টেই ভারতকে হারিয়ে দিয়েছে। তবে আশা ছিল যে, কেন মুম্বইয়ে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে অংশগ্রহণ করবেন। কিন্তু সেই আশা আর পূরণ হল না।
তৃতীয় ও শেষ টেস্টে সতর্কতা অবলম্বনের জন্য কেন উইলিয়ামসকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে খবর। ভারত সফর শেষে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ব্ল্যাক ক্যাপসরা। আর তার আগে দলের অধিনায়ক যাতে সম্পূর্ণ সুস্থ ও চোটমুক্ত হয়ে ওঠেন, তার জন্য তৃতীয় টেস্ট থেকে তাঁকে সরানো হয়েছে। নিউজিল্যান্ডের কোচ জানিয়েছেন যে, কেন দ্রুত রিকভারি করেছেন। কিন্তু সতর্কতার জন্য তাঁকে তৃতীয় টেস্টে খেলানো হচ্ছে না।
Squad News | Kane Williamson will not travel to India for the third Test in Mumbai to ensure he his fit for the upcoming three-Test series against England 🏏 #CricketNationhttps://t.co/HpqP4w6Ufp
— BLACKCAPS (@BLACKCAPS) October 29, 2024
১২ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ হেরেছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের সাথে হারের পর রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি, এমনকি কোচ গৌতম গম্ভীরেরও তুমুল সমালোচনা হচ্ছে। আর পরপর দুই হারের পর ভারতীয় দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার রাস্তাতেও কাঁটা পড়েছে। তবে তৃতীয় টেস্ট জিতে মুখ রক্ষা না করতে পারলে, লঙ্কাকাণ্ড বাধবে ভারতীয় ক্রিকেট মহলে।