দাবি নাকচ! ইস্টবেঙ্গলকে পাত্তাই দিল না IFA

Published on:

east bengal fc

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইস্টবেঙ্গলের অনুরোধ ধোপে টিকলো না। কন্যাশ্রী কাপের ফাইনাল (Kanyashree Cup Final) নিয়ে লাল হলুদের দ্বিমতে সায় দিল না IFA। সূত্রের যা খবর, আগামী 27 মে কিশোর ভারতীর ময়দানেই গড়াবে বহু অপেক্ষিত কন্যাশ্রী কাপের সুপার ফাইনাল। সেই মতোই নির্দেশিকা জারি করেছে বঙ্গীয় ফুটবল ফেডারেশন।

কন্যাশ্রী কাপের ফাইনাল নিয়ে অশান্তি পাকায় ইস্টবেঙ্গল!

কন্যাশ্রী কাপের ফাইনালে বহু আগেই জায়গা করে নিয়েছে লাল হলুদ। সেই মতোই, ফাইনালের মঞ্চে প্রতিপক্ষের জন্য অপেক্ষা করছিল ইস্টবেঙ্গল। তবে সেই অপেক্ষা পূরণ হতেই আচমকা বেঁকে বসে মশাল ব্রিগেডের ম্যানেজমেন্ট। লাল হলুদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ইস্টবেঙ্গল মাঠের পরিবর্তে ফাইনাল যে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হচ্ছে, সেখানে কোনও মতেই খেলতে যাবে না মশাল কন্যারা।

বরং বিকল্প ময়দানের ব্যবস্থা করা হলে প্লেয়ারদের পাঠাবে ইস্টবেঙ্গল। তাছাড়াও, ময়দান প্রধানের তরফে আরও বলা হয়, জুন মাসের প্রথম সপ্তাহের আগে ফাইনাল খেলতে পারবে না তারা। মূলত এমন দাবিতেই, বঙ্গ ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে বার্তা দেয় ইমামের মালিকানাধীন দল। এবার সেই দাবিকেই কার্যত উড়িয়ে দিল IFA। ।

ইস্টবেঙ্গলের দাবি রাখলো না IFA

লাল হলুদ হয়তো ভেবেছিল, ফাইনালের মঞ্চ ঠিক হবে তাদের মর্জি মতোই! তবে সময় কিছুটা গড়াতেই সেই ধারণা ভেঙে দিল বঙ্গ ফুটবল ফেডারেশন। সদ্য ইস্টবেঙ্গলের দাবির পরিপ্রেক্ষিতে IFA-র তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, মহিলাদের কন্যাশ্রী কাপ ফাইনাল 27 মে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনেই হচ্ছে। এদিকে, দাবি পূরণ না হওয়ায় কিছুটা হলেও মন ভেঙেছে লাল হলুদের।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: ভারত ব্যবসা বন্ধ করার জের, দু’মাসের মধ্যে বাংলাদেশে বন্ধ হচ্ছে ৫০ শতাংশ বস্ত্র কারখানা

ইস্টবেঙ্গল কর্তার প্রতিক্রিয়া

ইতিপূর্বে, ইস্টবেঙ্গল কর্তাদের তরফে কন্যাশ্রী কাপের ফাইনাল নিয়ে যে বড় বার্তা দেওয়া হয়েছিল তা ধোপে টেকেনি বঙ্গ ফুটবল ফেডারেশনের দরবারে। এমতাবস্থায়, IFA চূড়ান্ত সিদ্ধান্ত জানানায়ে কার্যত বাধ্য গিয়েই সিদ্ধান্ত মেনে নিয়েছে লাল হলুদ। এ প্রসঙ্গে ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, IFA আমাদের পেরেন্ট বডি। তাই বিমাতৃসুলভ আচরণ হলেও খেলতেই হচ্ছে।।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥