বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড। 20 ওভারের সংস্করণে দ্রুততম শতরান গড়লেন মহারাষ্ট্রের ওপেনার কিরণ নবগিরে (Fastest Century In T20)। জানা যাচ্ছে, শুক্রবার পাঞ্জাবের বিপক্ষে মাত্র 34 বলে এই শতরানের রেকর্ড গড়েছেন ভারতীয় মহিলা ব্যাটার। সেই সূত্রেই, নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য তাড়া করে 9 উইকেটে জয় পায় মহারাষ্ট্র।
চার-ছয়ের বন্যায় শতরান গড়েন কিরণ
শুক্রবার ভারতের 31 বছর বয়সী মহিলা ক্রিকেটার কিরণ পাঞ্জাবের দেওয়া 111 রানের লক্ষ্য তাড়া করতে নেমে একেবারে ঝড় তুলে দিয়েছিলেন। এদিন দলের দায়িত্ব এক প্রকার একার হাতে তুলেই ঝোড়ো ব্যাটিং শুরু করেন ভারতীয় ওপেনার। বলা বাহুল্য, এদিন মাত্র 35 বলে 106 রান করেছিলেন কিরণ।
শুধু তাই নয়, এদিন সেঞ্চুরি করার আগে প্রতিপক্ষের বোলারদের কার্যত কাঁদিয়ে ছেড়েছিলেন ভারতীয় মহিলা ব্যাটার। এদিন 35 বলে 14টি চার এবং 7টি ছক্কা হাকিয়ে মাত্র 8 ওভারেই পাঞ্জাবের দেওয়া 111 রানের বড় লক্ষ্য পূরণ করেন নবগিরে। না বললেই নয়, এদিন কিরণের পাশাপাশি মাত্র 6 রানে অপরাজিত ছিলেন মুকতা মাগরে।
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ার পাশাপাশি ভেঙেছেন এক তারকা ক্রিকেটারের কীর্তিও
পাঞ্জাবের বিরুদ্ধে বিধ্বংসী রূপ দেখিয়ে নবগিরে যে দ্রুততম সেঞ্চুরির ইনিংস খেলেছেন সেখানে তার স্ট্রাইক রেট ছিল 302.86। বলা বাহুল্য, তাঁর এই সেঞ্চুরি ভারতীয় নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম সেঞ্চুরি যেখানে কোনও ব্যাটার 300 এর বেশি স্ট্রাইক রেটে সেঞ্চুরি করলেন।
তবে নারী ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেই থেমে থাকেননি কিরণ। মাত্র 34 বলে শতরানের দৌলতে তিনি ভেঙেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার সোফি ডিভাইনের 36 বলে দ্রুত সেঞ্চুরির রেকর্ড।
অবশ্যই পড়ুন: ২০২৭ বিশ্বকাপে খেলবেন না রোহিত শর্মা? অবশেষে উত্তর দিলেন হিটম্যান
উল্লেখ্য, ভারতীয় মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড কিরণের নামের আগে থাকলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ডিয়ান্দ্রা ডটিন। 2010 সালে আফ্রিকার বিরুদ্ধে মাত্র 38 বলে সেঞ্চুরি গড়েছিলেন তিনি। বলে দিই কিরণ এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে মোট 6টি টি-টোয়েন্টি খেলেছেন।