হঠাৎ বড় সিদ্ধান্ত! পুরনো দলেই ফিরছেন KKR প্রাক্তনী

Published on:

KKR alumnus Nitish Rana wants to play domestic cricket again for Delhi

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘরে ফিরছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন তারকা নীতিশ রানা (Nitish Rana)। হ্যাঁ, ভারতীয় দলের অন্যান্যরা যখন নিজ রাজ্য ছেড়ে অন্যান্য রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে মরিয়া, ঠিক সেই আবহে পুরনো পথ ছেড়ে উত্তর প্রদেশ থেকে দিল্লি ফিরতে চাইছেন KKR প্রাক্তনী।

দীর্ঘদিন দিল্লির হয়ে নিয়মিত প্রথম একাদশে জায়গা না পাওয়ায় শেষ পর্যন্ত 2023 সালের শুরুর দিকে রাজধানী ছেড়ে উত্তরপ্রদেশ রাজ্য দলে যোগ দিয়েছিলেন 31 বছর বয়সী এই ভারতীয় ক্রিকেটার। তবে এবার আর সেখানে মন টিকছে না। তাই পুরনো ডেরাতেই ফিরতে চাইছেন কলকাতার একসময়ের বাঘা খেলোয়াড়।

দিল্লি দলে প্রত্যাবর্তন নিয়ে নিতিশের বক্তব্য

নীতিশ যে দলে ফিরতে চান সে কথা নিজেই জানিয়েছেন ভারতীয় তারকা। কিন্তু কেন হঠাৎ দিল্লি ছেড়ে আবার ফের নিজের ঘরে ফিরতে চাইছেন KKR প্রাক্তনী? এ প্রসঙ্গে দিল্লি দলের প্রাক্তন অধিনায়ক বলেন, তেমন কিছুই নয়। আসলে নিজের ঘর তো নিজেরই হয়।

পুরনো দলে ফেরা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ভারতীয় ক্রিকেটার নীতিশ রানা। তবে শোনা যাচ্ছে উত্তর প্রদেশ ছেড়ে ফের পুরনো দলে ফেরার বিষয়ে নীতিশকে বুঝিয়েছিলেন তাঁর ছেলে বেলার কোচ সঞ্জয় ভরদ্বাজ।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

কোচের কথাতেই দিল্লি ফিরছেন নীতিশ?

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, নীতিশ রানার দিল্লি ফেরা নিয়ে কথা বলতে গিয়ে তাঁর ছেলেবেলার কোচ সঞ্জয় জানান, আসন্ন মরসুমে নীতিশ দিল্লির হয়েই খেলবে। আমি ওকে পুরনো দলে ফিরে আসার কথা বলেছিলাম। কেননা, উত্তরপ্রদেশের হয়ে ভালভাবে পারফর্ম করতে পারছিল না নীতিশ।

আসলে পেশাদার ক্রিকেটারদের যথেষ্ট চাপ নিয়ে খেলতে হয়। হয়তো সেই সব কারণেই উত্তরপ্রদেশের হয়ে ভাল ভাবে নিজেকে খুলতে পারছিল না ও! ভারতীয় ক্রিকেটারের প্রাক্তন কোচ আরও বলেন, দিল্লি ফেরার সিদ্ধান্ত নিয়ে নীতিশ খুব ভাল কাজ করেছে। আসলে দিল্লি থেকে খেলেই ও ভারতীয় দলে ডাক পেয়েছিল। নিজের ক্রিকেট জীবনের বেশিরভাগ সময়টাই ওর এখানে। বয়স ভিত্তিক ক্রিকেট খেলেই ওর পরিচিত। তাই দিল্লিতে ফিরে আসার সিদ্ধান্ত একেবারে যথাযথ।

অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলের বাঘ! খেলেছেন মোহনবাগানেও, চিনে নিন ভারতের সর্বশ্রেষ্ঠ গোলকিপারকে

উল্লেখ্য, উত্তরপ্রদেশ ছেড়ে দিল্লি ফেরার সিদ্ধান্ত নিলেও ঘরে ফিরে শুরুতেই প্রথম একাদশে জায়গা পাওয়াটা নীতিশ রানার জন্য যথেষ্ট চাপের হতে চলেছে। কেননা, প্রথমত ঘরোয়া ক্রিকেটে তিনি ফর্মে নেই, তার ওপর ভিন রাজ্যের হয়ে খেলে এসে হুট করেই দিল্লির একাদশে জায়গা পাবে না নীতিশ, এমনটাই মনে করছেন খেলোয়াড়ের প্রাক্তন কোচ। তবে সঞ্জয় জানিয়েছেন, নীতিশকে খেটে জায়গা করতে হবে। প্রথমেই দিল্লি দলে ওর সুযোগ পাওয়াটা যথেষ্ট কঠিন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥