IPL-র আগেই KKR-র জন্য সুসংবাদ, আগুনে বোলিং করে দলকে চ্যাম্পিয়ন করলেন নরকিয়া

Published on:

anrich nortje kkr

কলকাতাঃ এবার মিচেল স্টার্ককে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তাঁর বদলে দলে নিয়েছে দুই বোলারকে। একজন হলেন অস্ট্রেলীয় বোলার স্পেন্সার জনসন। দ্বিতীয় জন হলেন সাউথ আফ্রিকান অ্যানরিখ নরকিয়া। সাড়ে ছয় কোটি টাকায় অ্যানরিখ নরকিয়াকে দলে নিয়েছে KKR। ওদিকে স্পেন্সার জনসনকে ২.৮ কোটি টাকায় তুলে নিয়েছে নাইট শিবির। আর এরই মধ্যে IPL শুরু আগে নিজের জাদু দেখালেন নরকিয়া।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আবু ধাবি T10 লিগ জিতল অ্যানরিখ নরকিয়া ও আন্দ্রে রাসেলের দল

আসলে আব ধাবিতে চলছিল টি১০ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের সেরা হয়েছে ডেকান গ্ল্যাডিয়েটর দল। এত কলকাতা নাইট রাইডার্সও খুব খুশি। আর তাঁর কারণ হল, এই দলে KKR-র দুজন প্লেয়ার রয়েছেন। তাঁরা হলেন অ্যানরিখ নরকিয়া ও আন্দ্রে রাসেল। যদিও ফাইনাল ম্যাচে উপলব্ধ ছিলেন না রাসেল। তবে নরকিয়া তাঁর উপস্থিতি বিপক্ষ দলকে টের পাইয়েছেন।

কৃপণ বোলিং অ্যানরিখ নরকিয়ার

IPL শুরু হতে এখনও ৩ মাস বাকি। তাঁর আগেই নিজের জলওয়া দেখানো শুরু করলেন অ্যানরিখ নরকিয়া। টি১০ এর ফাইনাল ম্যাচে ডেকান গ্ল্যাডিয়েটরের হয়ে সবথেকে কৃপণ বল করেন এই নাট্য তারকা। তিনি ২ ওভারে মাত্র ১৪ রান দেন। পাশাপাশি একটি উইকেটও তুলে নেন। T10 ম্যাচে এমন ইকনমি রেখে বল করার দৃষ্টান্ত বিরল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

১০ ওভারে মরিসভিল স্যাম্প আর্মি ১০৪ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬.৫ ওভারেই লক্ষ্য পূরণ করে ফেলে অ্যানরিখ নরকিয়ার ডেকান গ্ল্যাডিয়েটর। তবে ম্যাচের সেরা নরকিয়া নয়, তাঁর দলের আরেক বোলার হয়েছেন। ম্যান অফ দ্য ম্যাচ রিচার্ড গ্লিসান ২ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group