কলকাতাঃ ২০২৫ এর আইপিএল নিলামের প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয়েছে। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) প্রথমদিনে মোট সাত জন ক্রিকেটারকে কিনতে সক্ষম হয়েছে। গতকাল KKR তাঁদের পুরনো অধিনায়ক শ্রেয়স আইয়ারকে কেনার জন্যও হাঁক তুলেছিল। কিন্তু আইয়ারের অত্যাধিক দাম ওঠায় তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় KKR। ২৪ নভেম্বর IPL Mega Auction-র প্রথম দিনে কলকাতা যাদের যাদের কিনেছে তাঁরা হলেন … ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি কক, অংকৃষ রঘুবংশী, রহমানুল্লাহ গুরবাজ, অ্যানরিখ নরকিয়া, বৈভব আরোরা, ও মায়াঙ্ক মার্কন্ডে।
IPL নিলামে যাদের কিনল কলকাতা নাইট রাইডার্স
- ভেঙ্কটেশ আইয়ার – ২৩ কোটি ৭৫ লাখ
- কুইন্টন ডি কক – ৩ কোটি ৬০ লাখ
- অংকৃষ রঘুবংশী – ৩ কোটি
- অ্যানরিখ নরকিয়া – ৬ কোটি ৫০ লাখ
- রহমানুল্লাহ গুরবাজ – ২ কোটি
- মায়াঙ্ক মার্কন্ডে – ৩০ লাখ
- বৈভব আরোরা – ১ কোটি ৮০ লাখ
আর কত টাকা রইল কলকাতা নাইট রাইডার্সের হাতে?
প্রথম দিনের নিলামের পর রিটেন করা ৬ প্লেয়ার সহ মোট ১৩ জন প্লেয়ার হয়েছে কলকাতা নাইট রাইডার্স দলে। এই ১৩ জনের মধ্যে ৫ জন বিদেশি ও ৮ জন দেশীয় প্লেয়ার রয়েছে। পার্সে ৫১ কোটি নিয়ে নিলামে অংশ নেওয়া কেকেআরের আর হাতে মতো ১০ কোটি ৫ লক্ষ টাকা রয়েছে। এই টাকা দিয়েই আজকে প্লেয়াদের কিনতে হবে।
অধিনায়ক সহ উইকেট কিপারের খোঁজে ছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথম দিনে সেই অভাব মিটেছে উইকেটকিপার হিসবে দুজন বিদেশিকে দলে নিয়েছে কেকেআর। কুইন্টন ডি কক, ও রহমানুল্লাহ গুরবাজ দুজনাই উইকেটকিপিংইয়ে দক্ষ। ওদিকে অধিনায়ক হিসেবে সুনাম রয়েছে কুইন্টন ডি ককের। গত মরসুমে তিনি RCB-র অধিনায়ক ছিলেন। তাহলে এবার কী KKR-র ব্যাত্ন তাঁর হাতেই?
কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হবেন ভেঙ্কটেশ আইয়ার?
তবে এর মধ্যে কলকাতা নাইট রাইডার্সের সবথেকে দামি প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার এমন মন্তব্য করেছেন, যা নিয়ে অধিনায়ক কে হবেন, তাঁর জল্পনা বেড়ে গিয়েছে। আইয়ার জানিয়েছেন যে, KKR-র ট্রফি তিনি ডিফেন্ড করতে চান। আইয়ারের এই মন্তব্যের পর জল্পনা বেড়েছে।
উল্লেখ্য, রিটেন প্লেয়ারের তালিকায় নিজের নাম না দেখে হতাশ হয়ে পড়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার। এমনকি তিনি কেঁদেও ফেলেছিলেন। তবে গতকাল এত দাম দিয়ে তাঁকে কেনায় খুশি তিনি। আইয়ার বলেন, ‘আমার উপর ভরসা করার জন্য ধন্যবাদ। এবারও কলকাতা নাইট রাইডার্সের সদস্য হতে পেরে আমি গর্বিত। আমরা সবাই মিলে ট্রফি ডিফেন্ড করার চেষ্টা করব।’
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |