কলকাতাঃ আইপিএলের নিলাম (IPL Mega Auction 2025) শুরু হয়ে গিয়েছে। শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, মহম্মদ শামিরা রেকর্ড দামে বিক্রি হয়েছেন। সবথেকে বেশি দাম পেয়েছেন ঋষভ পন্থ। তাঁকে ২৭ কোটি টাকায় দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। শ্রেয়স আইয়ার দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন। তাঁকে ২৬.৭৫ কোটি টাকায় নিজেদের দলে করে নিয়েছে পঞ্জাব সুপার কিংস।
কেএল রাহুল এবার দিল্লি ক্যাপিটলসের হয়ে খেলবেন। DC তাঁকে ১৪ কোটি টাকায় দলে নিয়েছে। ১০ কোটি টাকায় মহম্মদ শামিকে নিজেদের দলে নিয়েছে হায়দরাবাদ। কলকাতা নাইট রাইডার্স অনেক প্লেয়ারের জন্য দর হাঁকিয়েছিল। কিন্তু তাঁরা বারবার পিছপা হয়। শেষমেশ রেকর্ড দরে নিজেদের পুরনো প্লেয়ার বেঙ্কটেশ আইয়ারকে দলে নিয়েছে KKR। আইয়ারকে দলে নিতে ২৩ কোটি ৭৫ লক্ষ খরচ করেছে শাহরুখ খানের দল। এবারের আইপিএল নিলামে বেঙ্কটেশ আইয়ারকে কিনে অভিযান শুরু করেছে KKR।
পঞ্জাব সুপার কিংসে গ্লেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলিয়ার মিচেল মার্শকে ৩.৪০ কোটি টাকায় নিজেদের করে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। অস্ট্রেলিয়ার আরেক বিধ্বংসী প্লেয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে ৪.২০ কোটি টাকায় নিজেদের দলে নিয়েছে পঞ্জাব সুপার কিংস। অস্ট্রেলীয় ব্যাটিং অলরাউন্ডার মার্কাস স্টইনিসকে দলে নেওয়ার জন্য ঝাঁপায় CSK RCB। শেষমেশ ১১ কোটিতে তাঁকে কিনে নেয় পঞ্জাব সুপার কিংস।
কলকাতা নাইট রাইডার্সে কুইন্টন ডি’কক
দ্বিতীয় প্লেয়ার কিনল কলকাতা নাইট রাইডার্স। প্রাক্তন RCB অধিনায়ক তথা সাউথ আফ্রিকার দুর্ধর্ষ প্লেয়ার কুইন্টন ডি’কক-কে ৩.৬০ কোটি দিয়ে নিজেদের করে নিয়েছে KKR। বলে দিই, KKR-র পার্সে মাত্র ৫১ কোটিই রয়েছে। তাঁর মধ্যে অর্ধেক টাকা খরচ করেছে বেঙ্কটেশ আইয়ারের জন্য। এবার দেখার বিষয় এটাই যে, KKR আর কাকে দলে নিতে পারে। আশা করা যাচ্ছে যে, কুইন্টন ডি’কক-কে অধিনায়ক করতে পারে কলকাতা।
KKR প্রাক্তন ওপেনার ফিল সল্টকে ১১.৫০ কোটি টাকায় দলে নিয়েছে RCB। ২ কোটি টাকার বেস প্রাইসে আফগান উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজকে দলে নেয় কলকাতা। ১১.২৫ কোটি টাকায় ঈশান কিষাণকে কিনল হায়দরাবাদ।
দক্ষিণ আফ্রিকার পেস বোলার অ্যানরিখ নরকিয়াকে ৬ কোটি ৫০ লক্ষ টাকায় নিজেদের করে নিল KKR। অ্যানরিখ নরকিয়ার বেস প্রাইস ছিল ২ কোটি।লখনউকে টেক্কা দিয়ে এই ফাস্ট বোলারকে দলে টানে কলকাতা। ৩ কোটি টাকায় প্রাক্তন নাইট অংকৃষ রঘুবংশীকে ফের দলে টেনেছে কলকাতা। এছাড়াও রহমানুল্লাহ গুরবাজ ২ কোটি। মায়াঙ্ক মার্কন্ডে ৩০ লাখ। বৈভব আরোরাকে ১ কোটি ৮০ লাখ দিয়ে কিনেছে KKR।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |