প্রীতম সাঁতরা, কলকাতাঃ মহানিলামের (IPL 2025 Mega Auction) আগে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জন্য একটা ভাল খবর আছে। নামমাত্র টাকার বিনিময়ে তারা দলে ধরে রাখতে পারে দুর্দান্ত এক পেস বোলারকে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই (BCCI) এবারের নিলামের আগে কিছু নিয়ম তৈরি করেছে। এই নিয়মের ফলেই লাভবান হতে পারে কলকাতা নাইট রাইডার্স। কীভাবে? সেটা বলার জন্যই আজকের এই প্রতিবেদন।
৭ কোটি টাকার পার্থক্য
ভারতীয় ক্রিকেট বোর্ডের করা নিয়ম অনুযায়ী, যে প্লেয়ার ভারতীয় টিমের হয়ে ম্যাচ খেলেছেন, তাঁকে যদি রিটেন করতে হয় তাহলে ১১ কোটি টাকা খরচ করতে হবে। কিন্তু যদি সেই ক্রিকেটার টিম ইন্ডিয়ার হয়ে এখনও কোনো ম্যাচ খেলে না থাকেন, তাহলে তাঁকে রিটেন করার জন্য খরচ করতে হবে মাত্র ৪ কোটি টাকা। মানে ৭ কোটি টাকার পার্থক্য। KKR নিলাম থেকে এই নিয়মের সুবিধা নিতে পারে।
বাংলাদেশের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের জন্য ডাক পেয়েছিলেন
গতবারের কলকাতা নাইট রাইডর্স দলে এমন এক ভারতীয় ক্রিকেটার ছিলেন যিনি জাতীয় দলের হয়ে খেলার প্রায় দোরগোড়ায় উপস্থিত হয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের জন্য ডাক পেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর ডেবিউ ক্যাপ পরা হয়নি। ফলে তিনি আনক্যাপড ক্রিকেটার হিসেবেই রইলেন।
T20 ক্রিকেটে অন্যতম উঠতি ভারতীয় পেস বোলার
এই ক্রিকেটার আর কেউ নন, তিনি হর্ষিত রানা (Harshit Rana)। ২০২৪ সালের আইপিএলে ১৩টি ম্যাচ খেলেছিলেন হর্ষিত রানা। ১১টি ইনিংসে, ২০.১৫ গড়ে ১৯টি উইকেট নিয়েছিলেন। এক ম্যাচে সবথেকে বেশি তিনটি উইকেট যুক্ত করেছিলেন নিজের নামের পাশে। রানা যে সম্প্রতি সময়ে টি২০ ক্রিকেটে অন্যতম উঠতি ভারতীয় পেস বোলার সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাঁকে ৪ কোটিতে ধরে রাখার সুযোগ পাবে কলকাতা নাইট রাইডার্স।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |