পন্থকে কিনতে পারবে না KKR

Published on:

rishabh pant

কলকাতাঃ ৩১ অক্টোবর দিল্লি ক্যাপিটলস তাঁদের রিটেনশন লিস্ট প্রকাশ করেছে। আর সেই লিস্টে নেই তাঁদের অধিনায়ক ঋষভ পন্থের (Rishabh Pant) নাম। বিধ্বংসী এই উইকেটকিপারকে এবার নিলামে দেখা যাবে। ওদিকে কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders) পন্থকে কেনার জন্য ঝাঁপাতে পারে। কারণ KKR-ও তাঁদের অধিনায়ক শ্রেয়স আইয়ার ও তাঁদের দুজন উইকেটকিপারকে এবার মুক্ত করেছে। কিন্তু এক দাবি প্রকাশ্যে আসার পর এখন এটাই বলা হচ্ছে যে, ঋষভ পন্থকে শাহরুখ খানের দল কিনতে পারবে না।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

KKR-র হাতে মাত্র ৫১ কোটি

৩১ অক্টোবর কলকাতাও তাঁদের রিটেনশন লিস্ট প্রকাশ করেছে। যেখানে রিঙ্কু সিং, সুনীল নরেন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রমণদীপ সিংকে জায়গা দেওয়া হয়েছে। এই ৬ প্লেয়ারকে রিটেন করার জন্য কলকাতা নাইট রাইডার্সকে খরচ করতে হয়েছে ৫৭ কোটি টাকা। কিন্তু IPL-র নিয়ম অনুযায়ী, KKR-কে আরও ১২ কোটি টাকা দিতে হবে। ১২০ কোটি থেকে ৬৯ কোটি বাদ গেলে KKR-র হাতে পড়ে থাকবে মাত্র ৫১ কোটি টাকা। ওদিকে ঋষভ পন্থের নাকি এবার দাম উঠবে ৫০ কোটি। হ্যাঁ, এমনটাই দাবি করা হয়েছে।

নিউজিল্যান্ড সিরিজে রান পেয়েছেন ঋষভ পন্থ

আসলে পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলি দাবি করেছেন যে, এবার IPL এর মেগা নিলামে ঋষভ পন্থের দাম উঠতে পারে ৫০ কোটি। উল্লেখ্য, বর্তমানে বিধ্বংসী ফর্মে রয়েছেন পন্থ। সদ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে সমাপ্ত হওয়া টেস্ট সিরিজে যখন রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো প্লেয়ারদের রান করার জন্য সংঘর্ষ করতে হয়েছে, সেখানে পন্থ নিজের ব্যাট দিয়ে ভালো রান সংগ্রহ করতে পেড়েছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পন্থকে কিনতে পারবে না KKR

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে পন্থ ৬০ করেছিলেন। এবং দ্বিতীয় ইনিংসে তার ব্যাট দিয়ে এসেছিল ৬৪ রান। কিন্তু বিতর্কিত ভাবে আউট হওয়ার জেরে তৃতীয় টেস্টেও হারতে হয় পন্থকে। দিল্লির প্রাক্তন অধিনায়ক ঋষভ পন্থ বর্তমানে যেই ফর্মে রয়েছেন, তা দেখেই প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলি দাবি করেছেন যে, তার দাম ৫০ কোটি উঠতে পারে। আর এমত অবস্থায় যেখানে KKR-র হাতে রয়েছে মাত্র ৫১ কোটি, সেখানে শাহরুখের দল শুধুমাত্র পন্থকে নিতে চাইবে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group