Indiahood-nabobarsho

সমালোচনা অতীত, আঙুলে চোট নিয়েই ইতিহাস KKR অধিনায়কের, ভাঙল মহারথীর রেকর্ড

Published on:

KKR captain Ajinkya Rahane makes history in IPL

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজস্থানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর প্লে অফের স্বপ্ন বেঁচে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের (KKR)। চলতি সিজনে কার্যত মুখ থুবড়ে পড়া KKR, ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছে। এহেন আবহে রবিবাসরীয় ম্যাচে সে অর্থে কামাল দেখাতে না পারলেও শত সমালোচনার মাঝে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে বিরাট নজির গড়ে ফেললেন নাইটদের প্রধান সেনাপতি রাহানে। যা জানা যাচ্ছে, নিজের অসামান্য ক্রিকেট দক্ষতার দরুণ এবার ক্রিকেট দুনিয়ার ডন তথা এক দিগপাল KKR প্রাক্তনীর রেকর্ড গুঁড়িয়ে দিলেন অভিজ্ঞ অজিঙ্কা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

RR ম্যাচে রাহানের পারফরমেন্স

চলতি মরসুমে একজন অভিজ্ঞ নেতা হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে সে অর্থে সঙ্গ দিতে পারছেন না টিম ইন্ডিয়ার পুরনো সৈনিক অজিঙ্কা রাহানে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবারের অবস্থার কারণ হিসেবে বারংবার দায়ী করা হচ্ছে রাহানের পরিকল্পনা ও পারফরমেন্সকে। সেই সাথে নেতৃত্ব তো রয়েছেই। তবে শতাধিক সমালোচনার ফাঁকে গতকাল কাজের কাজ করে দেখিয়েছেন রাহানে।

না, ব্যাট হাতে রাজস্থানের বিপক্ষে কোনও সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি হাঁকানোর সাধ্য হয়নি তাঁর। এদিন 24 বলে জোড়া ছয় ও একটি চার সহযোগে 30 রানের ইনিংস খেলেন রাহানে। তবে এই স্বল্প রানের হাত ধরেই IPL ইতিহাসে বিরাট নজির গড়ে ফেললেন অজিঙ্কা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

IPL-এ ইতিহাস, মহারথীর রেকর্ড ভাঙলেন রাহানে

রবিবারের ম্যাচে তেমন একটা নজরকাড়া পারফরমেন্স না দেখালেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে বড় নজির রেখেছেন রাহানে। জানা যাচ্ছে, তিনি ইতিমধ্যে KKR প্রাক্তনী তথা ক্যারিবিয়ান স্টার ক্রিস গেইলের রেকর্ড গুঁড়িয়ে দিয়েছেন। জানিয়ে রাখি, IPL-র ইতিহাসে এখনও পর্যন্ত 181টি ইনিংস খেলে 4969 রান হাঁকিয়েছেন রাহানে। সেই সাথেই করেছেন 33টি অর্ধশতরান ও দুটি সেঞ্চুরি। আর এই হিসেবেই মুম্বইয়ের রঞ্জি দলের অধিনায়ক রাহানে গেইলকে IPL-র সর্বোচ্চ রান স্কোরারের লিস্টে টপকে গিয়েছেন।

অবশ্যই পড়ুন: রাজস্থানের বিরুদ্ধে মাত্র ১ রানে সম্মান রক্ষা! প্লে অফের অঙ্ক কতটা সহজ হল KKR-র?

উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার তথা রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের মতো দলে দাপট দেখানো ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল 2021 সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে 141টি IPL ইনিংসে 4965 রান গড়েছিলেন। মূলত বিধ্বংসী ইনিংসের জন্যই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। তবে আপাতত রানের নিরিখে গেইলকে ছাড়িয়ে গিয়েছেন উল্টো স্বভাবের ক্রিকেটার রাহানে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group