বিক্রম ব্যানার্জী, কলকাতা: KKR অন্ত প্রাণ তিনি। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ হবে আর তিনি থাকবেন না এমনটা অসম্ভব। একেবারে স্বশরীরে নাইটদের প্রতিটি লড়াইয়ের সাক্ষী থাকেন নবদ্বীপের বাসিন্দা। শাহরুখের দলের সেই সুপারফ্যান অশোক চক্রবর্তী এবার পৌঁছে গেলেন বিশ্বের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে (KKR Fan Wins Everest)। এভারেস্ট জয় করেই জাতীয় পতাকার সাথে ওড়ালেন প্রিয় দল KKR এর পতাকাও। ভক্তের এমন কীর্তিতে গর্বিত কলকাতা নাইট রাইডার্স।
অশোকের কীর্তিতে আপ্লুত নাইট ম্যানেজমেন্ট
টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, নবদ্বীপের অশোক চক্রবর্তী কলকাতা নাইট রাইডার্সের পাগল ভক্ত। ইডেন হোক কিংবা দেশের অন্য যেকোনও প্রান্ত, KKR এর ম্যাচ থাকলে স্বশরীরে সেখানে উপস্থিত হয়ে যান অশোক বাবু। সঙ্গে নিয়ে যান দলের বেগুনি পতাকা এবং একটি শঙ্খ। ম্যাচের মাঝে দলের জন্য গলা ফাটাতেও ভুল যান না বাংলার এই মধ্যবয়স্ক।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, দলের প্রতি অশোকের শর্তহীন ভালবাসা এবং টান দেখেই বিনামূল্যে ম্যাচ দেখার জন্য তাঁকে গোল্ডেন টিকিটের ব্যবস্থা করে দিয়েছে কলকাতার নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। এক কথায়, কলকাতার ম্যাচ দেখতে পকেটের করি খসাতে হয় না তাঁকে। এবার সেই পাগল ভক্তই পৌঁছে গেলেন এভারেস্টের বেস ক্যাম্পে। সেখান থেকেই প্রিয় দল KKR এর পতাকা এবং ফেস্টুন ওড়ালেন তিনি। শুধু তাই নয়, এভারেস্টে পৌঁছে শাহরুখ খানের ছবি হাতে নিয়ে তাঁকে জন্মদিনের আগাম শুভেচ্ছা বার্তাও জানান অশোক। যা নাইট শিবিরে এক আলাদা অনুভূতি বহন করছে। একাধিক সূত্র মারফত খবর, অশোক চক্রবর্তীর এমন কাণ্ডে আপ্লুত কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। খুব সম্ভবত এই খবর কর্ণধার শাহরুখের কাছেও পৌঁছেছে…
জানা গিয়েছে, এভারেস্টের বেস ক্যাম্পে জাতীয় পতাকার পাশাপাশি KKR এর পতাকা এমনকি দলের জার্সিও সঙ্গে নিয়ে গিয়েছিলেন তিনি। নাইট ভক্তদের মতে, বেগুনি সোনালী রঙের আভিজাত্য এবং পরিচিতিকে এক অন্য মাত্রায় পৌঁছে দিলেন সুপারফ্যান অশোক। ইতিমধ্যেই অশোকের এমন কীর্তিতে বেকনাইটরাইডার নামক একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে লেখা হয়, ‘নাইট রাইডার্স পরিবার সীমানা মানে না। আমাদের সুপারফ্যান অশোক চক্রবর্তী দলের প্রতি তাঁর আবেগ এবং ভালবাসা বিশ্বের উচ্চতম শৃঙ্গে নিয়ে গিয়েছেন। এর জন্য আমরা গর্বিত। এতে বেড়েছে আমাদের জার্সির মর্যাদা। আমরা ধন্য।’
অবশ্যই পড়ুন: পুরুষদের তুলনায় কম না বেশি! কত বেতন পান ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা?
উল্লেখ্য, সম্প্রতি জল্পনাকে সত্যি করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন সংস্করণের আগে নিজেদের নতুন কোচের পদে পরিচিত অভিষেক নায়ারের নাম ঘোষণা করেছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। সব ঠিক থাকলে, আগামী কিছু বছর তাঁর দেখানো পথে হেঁটেই লড়াইয়ের প্রস্তুতি সারবে নাইটরা। শুধু তাই নয়, গতবারের ব্যর্থতার কথা মাথায় রেখে IPL 2026 সিজনের আগে নিজেদের অধিনায়কও বদলাতে পারে শাহরুখের দল, আপাতত এমনটাই সূত্রের খবর।












