মোক্ষম জবাব, KKR-র মুখে ঝামা ঘষে দিলেন শ্রেয়স আইয়ার! এবার পস্তাবে কলকাতা

Published on:

shreyas iyer kkr

কলকাতাঃ ৩১ অক্টোবর কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) যেই রিটেন প্লেয়াদের তালিকা প্রকাশ করেছিল, তাঁর মধ্যে নাম ছিল না শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। IPL জয়ী অধিনায়ককে এবার মুক্ত করেছে KKR। এবার নিলামে উঠবেন শ্রেয়স আইয়ার। ২০২২ এ KKR তাঁকে সাড়ে ১২ কোটি টাকা দিয়ে কিনেছিল। কিন্তু এবার তাঁর বেস প্রাইজ রাখা হয়েছে মাত্র ২ কোটি। তবে নিলামের আগে ব্যাট দিয়ে KKR-কে মোক্ষম জবাব দিলেন শ্রেয়স আইয়ার। রনজি ট্রফিতে ধামাকা করে দিলেন KKR-র প্রাক্তন অধিনায়ক।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

KKR-র মুখে ঝামা ঘষে দিলেন শ্রেয়স আইয়ার

৬ নভেম্বর মানে আজ থেকে মুম্বই আর ওড়িশার মধ্যে রনজি ট্রফির ম্যাচ শুরু হয়েছে। এই ম্যাচ প্রথম ব্যাটিং করছে মুম্বই। আর প্রথম দিনেই শতরান করেন শ্রেয়স আইয়ার। দিন শেষে শ্রেয়স আইয়ার ১৬৪ বলে ১৫২ রানের ইনিংস খেলে অপরাজিত রয়েছেন। শ্রেয়স আইয়ার নিজের ১৫২ রানের ইনিংসে ১৮ টি চার ও ৪ টি ছয় মেরেছেন।  এছাড়াও এই ম্যাচে KKR-র আরেক প্লেয়ার, যাকেও এবার কলকাতা ছেড়ে দিয়েছে। সেই অংকৃষ রঘুবংশিও দারুণ পারফর্ম করেছেন। তিনি ১২৪ বলে ৯২ রান করে আউট হন। এই দুজনাকেই এবার নিজেদের দলে রাখেনি KKR। আর এই দুজনাই এবার নিজেদের পারফরমেন্স দিয়ে কলকাতার মুখে ঝামা ঘষে দিলেন।

শ্রেয়স আইয়ারকে নিয়ে ভেঙ্কি মাইসোর

উল্লেখ্য, শ্রেয়স আইয়ারকে ছাড়ার পর KKR-র CEO মুখ খুলেছিলেন। তিনি পরোক্ষভাবে এর দোষ আইয়ারের ঘাড়েই চাপিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে, থাকার ইচ্ছে একদিক থেকে হয় না, দুই দিক থেকেই রাজি থাকলেই দলে রাখা সম্ভব হয়। ভেঙ্কি মাইসোরের এই বয়ান যে শ্রেয়স আইয়ারকে নিয়েই ছিল, তা আর বুঝতে দেরি করেনি ক্রিকেট ভক্তরা। তবে কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা চেয়েছিলেন যে, এবারও যেন আইয়ার দলে থাকেন এবং দলকে নেতৃত্ব দেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উল্লেখ্য, গৌতম গম্ভীর অধিনায়ক থাকাকালীন দু’বার কলকাতাকে IPL চ্যাম্পিয়ন করেছিলেন। এর ঠিক এক দশক পর KKR-এ মেন্টর রূপে নিযুক্ত হন গম্ভীর। ২০২৪-এর আইপিএলে গম্ভীর ও আইয়ারের জুটি কলকাতা নাইট রাইডার্সকে সাফল্যের চূড়ায় নিয়ে যায়। ১১ বছর পর ফের চ্যাম্পিয়ন হয় KKR। এর বেশিভাগ কৃতিত্ব গৌতম গম্ভীর পেলেও, শ্রেয়স আইয়ারের ভূমিকাও সদাই প্রশংসার যোগ্য ছিল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group