দুই পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিল KKR! খেলবেন IPL 2026 মরসুমে?

Published:

KKR franchise buys 2 Pakistani cricketer
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত বছরগুলিতে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব যত বেড়েছে, ততই তার প্রভাব গিয়ে আছড়ে পড়েছে ক্রিকেটে। গত মাসে, ভারত-পাক সংঘাতের জের দু দেশের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকে যায়। চিড় ধরে ক্রিকেটীয় সম্পর্কেও।

ফলত, 22 গজের লড়াইয়ে একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ভারত-পাকিস্তান দু দলের ক্রিকেটাররাই। যদিও বহু আগে থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাকিস্তানি ক্রিকেটার নিষিদ্ধ। এমতাবস্থায়, হঠাৎ কোনও কিছুর তোয়াক্কা না করে দুই পাকিস্তানি খেলোয়াড়কে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি (KKR Franchise)।

কলকাতা নাইট রাইডার্সে দুই পাকিস্তানি ক্রিকেটার?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, নতুন লিগ শুরুর আগেই দুই পাকিস্তানি ক্রিকেটারকে সই করিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি। তাহলে কি IPL 2026 মরসুমে খেলবেন এই দুই পাক তারকা? আসলে, ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতোই ওয়েস্ট ইন্ডিজে প্রতিবছর আয়োজিত হয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ।

এ বছরও সেই নিয়মের অন্যথা হবে না। আসন্ন আগস্টেই শুরু হতে চলেছে CPL। আর সেই আসর শুরুর আগেই তড়িঘড়ি দুই পাক ক্রিকেটারকে দলে টেনে নিল KKR ফ্রাঞ্চাইজির আওতাভুক্ত ত্রিনবাগো নাইট রাইডার্স। জানা যাচ্ছে, ইতিমধ্যেই CPL 2025 মরসুমের দল ঘোষণা করে দিয়েছে TKR, আর সেই দলেই সসম্মানে জায়গা পেয়েছেন দুই পাকিস্তানি খেলোয়াড়।

কবে থেকে শুরু হচ্ছে CPL 2025?

নির্ধারিত সূচি অনুযায়ী, আসন্ন আগস্টের 15 তারিখ অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসের দিন ওয়েস্ট ইন্ডিজের শুরু হতে চলেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের 133তম সংস্করণ। আর সেই লিগ যুদ্ধের কথা মাথায় রেখেই তড়িঘড়ি দল ঘোষণা করে দিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। বলে রাখি, কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা আন্দ্রে রাসেল ও সুনীল নারিন দুই তারকাই TRK দলের হয়ে এ বছর মাঠে নামবেন। তাছাড়াও দলে রয়েছেন কাইরন পোলার্ড, অ্যালেক্স হেলসের মতো একাধিক ক্যারিবিয়ন তারকা।

অবশ্যই পড়ুন: প্রতিশোধ নেওয়া হবে! ইংল্যান্ড থেকে ফিরেই গম্ভীরকে নিশানা টিম ইন্ডিয়ার প্লেয়ারের?

CPL 2025 সিজনে কাদের ধরে রেখেছে TKR?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, CPL 2025 মরসুমের জন্য ইতিমধ্যেই 7 জন ক্রিকেটারকে রিটেইন করে নিয়েছে TKR। অন্যদিকে নতুন করে 5 খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করা হয়েছে। তাছাড়াও বাকি আরও 5 ক্রিকেটার ড্রাফটে রয়েছেন। বর্তমানে TKR দলের রিটেইন প্লেয়ারদের তালিকায় রয়েছেন, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, নিকোলাস পুরান, আকিল হোসেন, কেসি কার্টি ও হিন্ডস।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join