কৌশিক দত্ত, কলকাতাঃ এবারের IPL নিলামে সবথেকে বেশি বয়সী যেই ক্রিকেটারের নাম ছিল, তিনি হলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা বোলার জেমস অ্যান্ডারসন। ৪২ বছর বয়সে প্রথমবার IPL খেলার ইচ্ছা প্রকাশ করেন এই তারকা বোলার। যদিও, তিনি সমস্ত ধরণের ক্রিকেট থেকেই অবসর নিয়েছেন। তবে আইপিএল থেকে কিছু শেখার ও কিছু অভিজ্ঞতা অর্জনের জন্যই তিনি নিজের নাম নথিভুক্ত করেছিলেন। তবে তাঁকে কোনও দলই কেনেনি।
এর আগে ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ব্যাটার কিংবদন্তি ব্রায়ান লারাও IPL খেলার ইচ্ছে প্রকাশ করে নিজের নাম দিয়েছিলেন। তখন তাঁর বয়স ছিল ৪২। সেবার লারাকেও কেও কেনেনি। তবে এরই মধ্যে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবার যেমন ভাবে দল সাজিয়েছে, তাতে তাঁরা নিজেদের নামের পিছনে না চাইতেও ‘বুড়ো’ শব্দ জুড়ে দিয়েছে।
বর্তমানে IPL-এ সবথেকে বয়স্ক প্লেয়ারের তকমা রয়েছে মহেন্দ্র সিং ধোনির। চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বর্তমানে ৪৩ বছর বয়সী। আর এই বয়সেও তিনি IPL-এ খেলছেন। তবে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদের বয়স এর থেকে অনেক কম হলেও তাঁদের নামের পিছনে ‘ড্যাডস আর্মি’ তকমা জুটেছে।
কলকাতা নাইট রাইডার্সের সবথেকে বয়স্ক প্লেয়ার কে?
কলকাতা নাইট রাইডার্সে এ বছর সবথেকে বয়স্ক প্লেয়ার হলেন মঈন আলী। তাঁর বর্তমান বয়স ৩৭ বছর ১৬৬ দিন। আর KKR-র সবথেকে কমবয়সী প্লেয়ার হলেন অংকৃষ রঘুবংশী। তাঁর বর্তমান বয়স ২০ বছর ১৭৯ দিন। ধোনির কারণে চেন্নাইকে বুড়োদের দল ডাকা হলেও, অন্যদের তুলনায় অনেকই জোয়ান CSK। আসুন দেখে নিই কে কোন স্থানে রয়েছে।
IPL-এ সব দলের ক্রিকেটারদের গড় বয়সের তালিকা
- ১) KKR প্লেয়ারদের গড় বয়স ২৮ বছর ৯ মাসের আশেপাশে।
- ২) RCB প্লেয়ারদের গড় বয়স ২৮ বছরের মতো।
- ৩) SRH প্লেয়ারদের গড় বয়স ২৮ বছরের আশেপাশে।
- ৪) PBKS প্লেয়ারদের গড় বয়স ২৭ বছর ৯ মাসের আশেপাশে।
- ৫) MI প্লেয়ারদের গড় বয়স ২৭ বছর ৭ মাসের আশেপাশে।
- ৬) DC প্লেয়ারদের গড় বয়স ২৭ বছর ৬ মাসের আশেপাশে।
- ৭) GT প্লেয়ারদের গড় বয়স ২৬ বছর ১১ মাসের মতো।
- 8) CSK প্লেয়ারদের গড় বয়স ২৬ বছর ৮ মাসের মতো।
- ৯) LSG প্লেয়ারদের গড় বয়স ২৫ বছর ৫ মাসের আশেপাশে।
- ১০) RR প্লেয়ারদের গড় বয়স ২৫ বছর ৩ মাসের আশেপাশে।
সবথেকে তরুণ দল রাজস্থান রয়্যালসের
মহেন্দ্র সিং ধোনি সবথেকে বুড়ো প্লেয়ার হলেও বয়স্কদের নিরিখে CSK ৮ নম্বরে রয়েছে। ওদিকে এই তালিকায় রাজস্থান রয়্যালস সবার নীচে রয়েছে। মানে RR সবথেকে তরুণ দল নামাচ্ছে এবার।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |