কলকাতাঃ প্লেয়ারদের রিটেন করা শেষ। এবার নিলামে নতুন প্লেয়ারদের নেওয়ার পালা। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের মাটিতে বসতে চলেছে IPL ২০২৫ এর মেগা নিলামের অনুষ্ঠান। আর সেখানে ভাগ্য নির্ধারণ হবে বহু প্লেয়ারের। এবারের নিলামে সবথেকে বেশি নজর থাকবে যেই দলের উপর, সেটি হল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কারণ গতবার KKR আইপিএল সেরার খেতাব অর্জন করেছিল।
নিলামের আগে ফেঁসে গিয়েছে KKR
তবে নিলামের আগে ফেঁসে গিয়েছে KKR। কলকাতা ইতিমধ্যে ৬ জন প্লেয়ারকে রিটেন করেছে। এবার দল সাজানোর পালা তাঁদের। বিভিন্ন স্পোর্টসনিউজের প্রতিবেদন অনুযায়ী, কলকাতা এবার ঋষভ পন্থ, মহম্মদ শামি, ঈশান কিষাণ সহ আরও কয়েকজন প্লেয়ারদের জন্য নিলামে ঝাঁপাতে চলেছে। এছাড়াও কলকাতা তাঁদের ছেড়ে দেওয়া প্লেয়ার বেঙ্কটেশ আইয়ার, ফিল সল্টকেও দলে টানার চেষ্টা করবে বলে রিপোর্ট।
কিন্তু এবার কলকাতার কাছে নিলাম অতটা সহজ হবে না। রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নরেন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রমনদীপ সিংকে ধরে রাখার পর কলকাতার হাতে রয়েছে মাত্র ৫১ কোটি। এই টাকাতেই যা করার করতে হবে KKR-কে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স যদি তাঁদের পুরনো প্লেয়ারদের এবার দলে নিতে চায়, তাহলে সমস্যার সম্মুখীন হতে হবে।
RTM কার্ড ইউজ করতে পারবে না KKR
আসলে কলকাতা নাইট রাইডার্স এবার আর RTM কার্ড ইউজ করতে পারবে না। এই কার্ড একটি ফ্রাঞ্চাইজি তখনই ব্যবহার করতে পারে, যখন তাঁরা ৬ জনের থেকে কম প্লেয়ার রিটেন করে। এই কার্ড ব্যবহার করে ফ্রাঞ্চাইজিগুলো তাঁদের ছেড়ে দেওয়া প্লেয়ারদের সহজেই ও কম রেটে আবারও ফিরিয়ে নিয়ে পারে। কিন্তু কলকাতার ক্ষেত্রে এবার তা হবে না।
কলকাতা যদি এবার ফিল সল্ট, ভেঙ্কটেশ আইয়ারকে আবারও দলে ফেরাতে চায়, তাহলে নিলামের টেবিলে তাঁদেরও বিড করতে হবে। এবার ফিল সল্টকে নিয়ে দরাদরি হওয়ার সম্ভাবনা প্রবল। গতবার KKR-এ খেলা এই ব্রিটিশ তারকা ওপেনিংয়ে নেমে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন। এবারও দারুণ ছন্দে রয়েছেন তিনি। আর এই কারণে তাঁকে সহজেই দলে ফিরিয়ে নিতে পারবে না KKR।