১৩ বছর বয়সেই কোটিপতি তরুণ ভারতীয় ক্রিকেটার, বৈভবকে দলে নিল রাজস্থান রয়্যালস

Published:

Updated:

ipl auction 2024
Follow

কলকাতাঃ দ্বিতীয় দিনের IPL নিলাম শুরু হয়েছে। প্রথম দিনের আইপিএল নিলামে আকাশ ছোঁয়া দাম উঠলেও, দ্বিতীয় দিনে বেশ সস্তায় প্লেয়ারদের কেনা হচ্ছে। এখনও অবধি দ্বিতীয় দিনের সবথেকে বেশি দামের ক্রিকেটার হলেন ভুবনেশ্বর কুমার। টিম ইন্ডিয়ার এই অভিজ্ঞ বোলারকে ১০ কোটি ৭৫ লাখ দিয়ে কিনে নেয় বেঙ্গালুরু। তবে প্রথম দিনের তুলনায় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দ্বিতীয় দিনে প্রথম থেকে প্লেয়ার কেনা শুরু করে দিয়েছে।

কলকাতা নাইট রাইডার্স প্রথমেই ক্যারিবিয়ান অলরাউন্ডার রোভম্যান পাওয়েলকে দলে নিয়েছে। পাওয়ার হিটার বলে পরিচিত পাওয়ালকে তাঁর বেস প্রাইস দেড় কোটিতেই পেয়ে গিয়েছে কলকাতা। এরপর KKR তাঁদের প্রাক্তন প্লেয়ার মণীশ পাণ্ডেকেও তাঁর বেস প্রাইস ৭৫ লাখে দলে ফিরিয়েছে।

বাংলাদেশী মুস্তাফিজুর রহমানকে কিনল না কেউ!

অস্ট্রেলীয় পেসার স্পেন্সার জনসনকেও দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। স্পেন্সার জনসনকে ২ কোটি ৮০ লাখেই পেয়ে যায় KKR। ওদিকে বাংলাদেশে পেসার মুস্তাফিজুর রহমানও এদিন নিলামে ওঠেন। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি। কিন্তু তাঁকে কেনার আগ্রহ দেখায়নি কোনও দলই।

১৩ বছর বয়সেই IPL নিলামে কোটিপতি বৈভব রঘুবংশী

৩০ লক্ষ টাকার বেস প্রাইসের তরুণ ভারতীয় ক্রিকেটার বৈভব রঘুবংশীকে নিয়ে ডাকাডাকি শুরু করে দিল্লি ও রাজস্থান। ১ কোটি ১০ লক্ষ টাকায় তাঁকে দলে অন্তর্ভুক্ত করে রাজস্থান রয়্যালস। মাত্র ১৩ বছর বয়সেই কোটিপতি বৈভব।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join