বিক্রম ব্যানার্জী, কলকাতা: আবার হারল KKR। বেঙ্গালুরুর বিপক্ষে গলদঘর্ম অবস্থার পর সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ফের লজ্জায় ফিরল নাইটরা। এদিন টস ভাগ্য হার্দিক পান্ডিয়ার দিকে ফেরায় অগত্যা প্রথমে ব্যাট করতে নেমে একেবারে ধ্বসে যায় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গতকাল ব্যাটিং থেকে বোলিং, কোনও ক্ষেত্রেই সাহসী ক্রিকেট খেলতে পারেনি অজিঙ্কা রাহানের দল। যার জেরে মুম্বইয়ের প্রথম টোপ হয়েছে তারা। কিন্তু কেন এমন দুরবস্থা হল কলকাতার? নাইটদের হারের 4 কারণ দেখে নিন।
ব্যাটিং বিপর্যয়
সোমবারের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং অর্ডারের ব্যর্থতা আরও একবার দেখতে হল ভক্তদের। এদিন কুইন্টন ডি ক’ক থেকে শুরু করে অধিনায়ক অজিঙ্কা রাহানে কিংবা আন্দ্রে রাসেল কেউই দলের হয়ে ভরসাযোগ্য ইনিংস খেলতে পারেননি। টপ অর্ডার তো বটেই সেই সাথে মিডল অর্ডার নিয়ে চেনা শত্রুর সামনে একেবারে মুখ থুবড়ে পড়েছিল শাহরুখ খানের দল।
এদিন পাওয়ার প্লেতেই নাইটদের একের পর এক উইকেট ভাঙতে থাকে। যে রিঙ্কু এক প্রকার মিডিল অর্ডারের প্রায় শেষে ব্যাট করতে আসেন গতকাল তাঁকেই পাওয়ার প্লে চলাকালীন মাঠে নামতে হয়েছিল। কাজেই বলা যায়, গোটা দলের ব্যাটিং বিপর্যয়ের কারণে সোমবার লজ্জার পরাজয় দেখেছে KKR।
অজিঙ্কা রাহানের নেতৃত্ব
গতকাল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে পয়েন্ট টেবিলের ছবি বদলে দিয়েছে মুম্বই। তবে নাইটদের এমন দুঃসময়ের বড় কারণ হিসেবে অধিনায়ক রাহানের নেতৃত্বের দিকে আঙুল তুলছেন অনেকেই। কেননা, যে রাহানে ওয়াংখেড়ের পিচে খেলেই বড় হয়ে উঠেছেন, যাঁর জন্ম, কর্ম সবই ওই শহরে, সেই রাহানেই টস পর্ব চলাকালীন জানিয়েছিলেন, তিনি ওয়াংখেড়ের পিচ বুঝে উঠতে পারছেন না।
কাজেই এমন একজন ক্রিকেটারই যদি চেনা পিচের চরিত্র বুঝতে না পারেন সেক্ষেত্রে, ম্যাচের ভবিষ্যৎ যা হওয়ার গতকাল সেটাই হয়েছে। একেবারে শূন্য পরিকল্পনা নিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নেমেই গো হারা হেরেছে কলকাতা, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
তুখোড় পেসারের অনুপস্থিতি
গতকাল ওয়াংখেড়ের পিচ পেসারদের সহায় হয়েছিল, তবে এমন পিচেই মনিশ পান্ডেকে নামাতে গিয়ে দলের মূল পেসার বৈভব আরোকে বাদ দিয়েছিল KKR। আর সেই ভুলের মাসুলই ইঞ্চিতে ইঞ্চিতে গুনতে হল রাহানেদের। বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, গতকাল যদি আরোরাকে মাঠে নামানো হতো সেক্ষেত্রে বাড়তি সুবিধা পেতে পারতো নাইটরা।
অবশ্যই পড়ুন: শীঘ্রই মশাল ব্রিগেডে যোগ দেবেন সিংটো, প্রাক্তন হায়দরাবাদ কোচকে কোন পদে বসাবে ইস্টবেঙ্গল?
বরুণের ব্যর্থতা
গত চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে নায়ক বরুণ চক্রবর্তীকে নিয়ে আশায় বুক বেঁধেছিল কলকাতার নাইট রাইডার্স। সেই মতো, বেঙ্গালুরুর বিপক্ষে হারের ম্যাচেও কাজ করেছিলেন তিনি। পরবর্তীতে রাজস্থানের বিপক্ষে গুয়াহাটির ময়দানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেল দেখান চক্রবর্তী। তবে গতকাল মুম্বইয়ের বিপক্ষে যেন তাঁর ফর্ম উধাও হয়ে গিয়েছিল। এদিন 3 ওভার বল করেও দলকে একটি উইকেটেও উপহার দিতে পারেননি বরুণ। যা নাইটদের জন্য সত্যিই যন্ত্রণার।