চোটের কারণে মাঠের বাইরে ৩ KKR তারকা! IPL-এর আগে মাথায় হাত নাইট কর্তাদের

Published on:

Kolkata knight riders management is worried about the injury of these 3 players

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত IPL মরসুমের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) আসন্ন মরসুমে নিজেদের ক্ষমতা জাহির করতে মরিয়া হয়ে উঠেছে। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই গত নভেম্বরে নতুন-পুরাতনের সংমিশ্রণে শক্তিশালী স্কোয়াড গড়ে তুলেছিল শাহরুখ খানের ম্যানেজমেন্ট। তবে সম্প্রতি অধিনায়ক সমস্যার মাঝে KKR কর্তাদের চিন্তা বাড়িয়েছে দলের ছেলেদের চোট।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পিঠের চোটের কারণে বর্তমানে বিশ্রামে রয়েছেন সদ্য নাইট শিবিরে যোগ দেওয়া দক্ষিণ আফ্রিকান পেসার অ্যানরিখ নরকিয়া। দলের তুরুপের তাস চোটগ্রস্ত হতেই একের পর এক দুঃসংবাদ পেয়েছে নাইট রাইডার্স। গত বৃহস্পতিবার কেরলের বিরুদ্ধে রঞ্জির ম্যাচ চলাকালীন মধ্যপ্রদেশের হয়ে মাঠে নামতেই গোড়ালিতে জোরালো চোট পান নাইট শিবিরের সবচেয়ে দামি খেলোয়াড় ভেঙ্কটেশ আইয়ার।

ভেঙ্কির চোটের খবর পেতেই চিন্তার ভাঁজ বাড়ে নাইট কর্তাদের কপালে। আর এই খবরের রেশ কাটতে না কাটতেই ফের মিডিল অর্ডার ব্যাটসম্যান তথা KKR-র অন্যতম ফিনিশার রিঙ্কু সিংয়ের চোট নিয়ে এক প্রকার চিন্তায় ভেঙে পড়েছে দল। সূত্রের খবর, পিঠের নিচের দিকে খিচুনির কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে গিয়েছেন রিঙ্কু।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অ্যানরিখ নরকিয়ার চোট চাপ বাড়িয়েছে KKR-এর

পিঠে গুরুতর চোট রয়েছে দক্ষিণ আফ্রিকান পেসার অ্যানরিখ নরকিয়ার। যার জেরে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি থেকেও বাদ পড়েছেন তিনি। সাউথ আফ্রিকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচে শরীরের পিছনের অংশে চোট পেয়েছিলেন নয়কিয়া। বিপদ এড়াতে তড়িঘড়ি করানো হয় স্ক্যান। শারীরিক পরীক্ষার রিপোর্ট অনুযায়ী, প্রোটিয়া পেসারের চোট যথেষ্ট গুরুতর হওয়ায় তাঁকে কয়েক সপ্তাহের জন্য সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এহেন আবহে বিশ্রাম পর্ব শেষের পরও তাঁকে মাঠে নামিয়ে বাড়তি চাপ নিতে চাইছে না দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। এমন পরিস্থিতিতে নরকিয়াকে নিয়ে চিন্তা বেড়েছে নাইট কর্তাদের। গত IPL নিলাম থেকে 6.50 কোটি দিয়ে তাঁকে দলে টেনেছিল KKR ম্যানেজমেন্ট। তবে খেলোয়াড়ের ওপর ভরসার হাত রেখে মোট অঙ্ক খরচ করে এখন এক প্রকার বিপাকে পড়েছে শাহরুখের দল। আসন্ন মরসুমের আগে যদি চোট কাটিয়ে নরকিয়া মাঠে ফিরতে না পারেন সেক্ষেত্রে বিকল্প খুঁজলেও সমস্যায় পড়তে হবে দলকে।

চোট জর্জরিত নাইট শিবিরে বড় ধাক্কা দিয়েছে আইয়ারের গোড়ালির যন্ত্রণা

গত বৃহস্পতিবার কেরলের ঘরের মাঠে মধ্যপ্রদেশের হয়ে ব্যাট করতে নেমেই আচমকা গোড়ালি মচকায় কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে দামি খেলোয়াড় ভেঙ্কটেশ আইয়ারের। যন্ত্রণা সহ্য করতে না পেরে তড়িঘড়ি মাটিতে লুটিয়ে পড়েন খেলোয়াড়। 22 গজেই চলে চিকিৎসা। তবে দীর্ঘ শুশ্রুষার পরও ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না আইয়ার।

শেষ পর্যন্ত ফিজিওর কাঁধে ভর করে মাঠ ছাড়েন তিনি। আর এই ঘটনার পরই চাপে পড়েছে নাইট ম্যানেজমেন্ট। যদিও ভারতীয় খেলোয়াড়ের চোট খুব একটা ভয়ের জায়গা তৈরি করেনি। তবে ধরণ যাই হোক না কেন আসন্ন IPL মরসুমের আগে আইয়ার যদি চোট কাটিয়ে অনুশীলনে ফিরতে না পারেন সেক্ষেত্রে যথেষ্ট ভোগান্তি পোয়াতে হবে কলকাতাকে।

অবশ্যই পড়ুন: ‘এত টাকা পাবো কখনও ভাবিনি’, দলকে নেতৃত্ব দিতে চান KKR-র সবথেকে দামি প্লেয়ার

KKR-কে শেষ ধাক্কাটা দিয়েছেন রিঙ্কু

KKR তারকাদের ইঞ্জুরিতে নতুন মাত্রা যোগ করেছে কলকাতার বিশ্বস্ত মিডিল অর্ডার ব্যাটসম্যান রিঙ্কু সিংয়ের পিঠের খিঁচুনি। সূত্রের খবর, পিঠের নিচের অংশে প্রচন্ড খিঁচুনি ও যন্ত্রণার কারণে চলতি ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি থেকে বাদ পড়েছেন ভারতীয় তারকা। তবে বেশ কিছু রিপোর্ট মারফত খবর, রিঙ্কুর শারীরিক অবস্থা স্থিতিশীল। যন্ত্রণা তেমন একটা তীব্র নয়। কাজেই বিশেষজ্ঞদের মতে, ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টির আগেই সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন KKR তারকা। তবে চোটের ধরন স্বাভাবিক হলেও পুরনো সৈনিকের শারীরিক অস্বস্তি চিন্তা বাড়িয়েছে নাইট শিবিরে।

আরও পড়ুনঃ গৌতম গম্ভীরের এই প্ল্যানই জিতিয়েছে টিম ইন্ডিয়াকে, ম্যাচ শেষে ফাঁস করলেন তিলক বর্মা

প্রসঙ্গত, বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, দক্ষিণ আফ্রিকান পেসার নারকিয়ার শরীরের চোট গুরুতর হওয়ায় তা ঠিক হতে সময় লাগবে। চিকিৎসক সূত্রে খবর, দীর্ঘ বেশ কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে না থাকলে প্রোটিয়া বোলারের শারীরিক অবস্থা নিয়ে বাড়তি বেগ পেতে হতে পারে। কাজেই সেই দুশ্চিন্তাকে সামনে রেখেই চ্যাম্পিয়নস ট্রফিতে জাতীয় দলে তাঁর উপস্থিতি এক প্রকার অনিশ্চিত। সেই পথ ধরেই চিন্তার পরিধি বেড়েছে নাইট কর্তাদের। তবে মনে করা হচ্ছে, আসন্ন IPL মরসুমে নরকিয়াকে পাশে না পেলেও চোট জর্জরিত ভেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কু সিংকে পাশে পাবে বাঙালির প্রিয় দল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group