বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম ম্যাচের ব্যর্থতা রাজস্থানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে কাটিয়ে উঠেছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স(KKR)। তবে ঘুরে দাঁড়ালেও পয়েন্ট তালিকায় খুব একটা ভাল অবস্থানে নেই অজিঙ্কা রাহানের দল। এদিকে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে মুম্বই ইন্ডিয়ান্স।
সোমবার হার্দিক পান্ডিয়াদের ঘরের মাঠে আক্রমণ শানাবে KKR। আর এই ম্যাচ নিয়েই কার্যত চিন্তায় রয়েছে নাইটরা। কেননা, প্রথম দুই ম্যাচে গো হারা হেরে সোমবার কলকাতাকে নাস্তানাবুদ করতে ঝাঁপিয়ে পড়বে পান্ডিয়ার দল।
ফলত, প্রতিপক্ষ যেহেতু আটঘাট বেঁধে নামছে, তাই না চাইতেও বাড়তি চিন্তা জুড়ে বসেছে নাইট শিবিরে। এদিকে দলের পেস অ্যাটক ততটাও শক্তি দেখাতে পারছে না। ফলত, মুম্বইয়ের ম্যাচে দলে বড়সড় বদল আনতে পারে KKR। বাদ পড়তে পারেন রাজস্থান রয়্যালস ম্যাচের জয়ী তারকা।
পেস অ্যাটাক নিয়ে চিন্তায় KKR
বেঙ্গালুরুর ম্যাচ থেকে শুরু করে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সাফল্য, কোনও ক্ষেত্রেই সেভাবে জ্বলে উঠতে পারছেন না নাইট পেসাররা। বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশ মনে করছেন, গতবারের তুলনায় এ বছরের প্রথম দুই ম্যাচে একচ্ছত্র ক্ষমতা দেখাতে পারেনি KKR পেসাররা।
বৈভব আরোরা থেকে শুরু করে হর্ষিত রানা, রাজস্থানের বিপক্ষে দুটি করে উইকেট পেয়েছেন ঠিকই, তবে শুরুর দুই ম্যাচে নিজেদের সেরা পারফরমেন্স দেখাতে পারেননি দুই ভারতীয়র কেউই। অন্যদিকে দলের বিদেশি পেসার স্পেন্সর জনসনকে নিয়েও চিন্তা বেড়েছে কলকাতার।
কেননা, প্রথম দুই ম্যাচেই কার্যত ব্যর্থ হয়েছেন তিনি। প্রথম ম্যাচে প্রচুর রান খরচে একটি উইকেটও আসেনি জনসনের ঘরে। তবে দ্বিতীয় ম্যাচে 4 ওভারের কোটায় 41 রান দিয়ে কোনও মতে একটি উইকেট পেয়েছেন তিনি। কাজেই তাঁর পারফরমেন্স যথেষ্ট হতাশ করেছে নাইট কর্তাদের।
মুম্বইয়ের ম্যাচে জনসনের জায়গা নেবেন তাবড় পেসার?
দুই ম্যাচে সেভাবে নজরে আসতে পারেননি জনসন। তাই মুম্বইয়ের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে তাঁকে বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকান পেসার এনরিখ নরকিয়াকে একাদশে টানতে পারেন অজিঙ্কা রাহানে! হ্যাঁ, সম্প্রতি India Hood পোর্টালই এই খবর সবার প্রথমে কভার করেছিল।
অবশ্যই পড়ুন: ভাঙবে উইনিং কম্বিনেশন, মুম্বইয়ে বিরুদ্ধে দলে দুটি বদল! কেমন হবে KKR-র একাদশ?
মূলত বেশ কিছু সূত্র ও সম্ভাবনার ওপর ভিত্তি করে মুম্বইয়ের ম্যাচে এনরিখ নরকিয়াকে রাখতে পারে কলকাতা নাইট রাইডার্স, এমন তথ্য দিয়েই সম্ভাব্য একাদশ প্রকাশ করা হয়েছিল আমাদের প্রতিবেদনে। এবার সেই সম্ভাবনাই সত্যি হতে চলেছে! যদিও নরকিয়াকে নিয়ে কোনও রকম আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি KKR। তবে বেশ কিছু সূত্র অনুযায়ী, আগামীকালের ম্যাচে তাঁর উপস্থিতির সম্ভাবনা প্রবল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |