শ্রেয়স ৪.৪, বাটলারের দর ১৭.২৫ কোটি! KKR-র মক অকশনে রেকর্ড দর উঠল ঋষভ পন্থের

Published on:

kkr mock auction

কলকাতাঃ নভেম্বর মাসের ২৪ ও ২৫ তারিখ সৌদি আরবে আয়োজিত হতে চলেছে আইপিএলের মেগা অকশন। আর তাঁর ১০ দিন আগে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তরফে ‘মক অকশন’এর আয়োজন করা হয়েছিল। এই মক অকশনে ফিল সল্ট থেকে শ্রেয়স আইয়ার, বেঙ্কটেশ আইয়ার, ঋষভ পন্থদের জন্য দর ওঠে। জানুন কার জন্য কত দাম উঠল।

ফিল সল্ট

WhatsApp Community Join Now

গত IPL মরশুমে কলকাতা নাইট রাইডার্স-র হয়ে দুরন্ত শুরু করেছিলেন ব্রিটিশ উইকেট কিপার ফিল সল্ট। তবে এবার তাঁকে রিটেন করেনি KKR। কিন্তু শোনা যাচ্ছে যে, আসন্ন মেগা নিলামে ফিল সল্টকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে KKR। তাঁর আগে মক অকশনে ১১.৭৫ কোটি টাকায় সল্টকে নিল থান্ডার নাইটস।

শ্রেয়স আইয়ার, নীতিশ রানা

এক দশক পর শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে তৃতীয়বার IPL জয়ের স্বাদ পায় কলকাতা নাইট রাইডার্স। তবে এবার তাঁকেও রিটেন করেনি নাইট কর্তৃপক্ষ। এবার মক অকশনে শ্রেয়সের নামও রাখা হয়েছিল। সেখানে তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি। অকশনে ৪.৪ কোটি টাকা দিয়ে আইয়ারকে কিনে নেয় পার্পল নাইটস। ওদিকে, KKR-র আরেক প্রাক্তন নীতিশ রানাকে আইয়ারের থেকে বেশি ৯ কোটি টাকা দিয়ে কেনে থান্ডার নাইটস।

বেঙ্কটেশ আইয়ার, অংকৃষ রঘুবংশী

IPL-র প্রথম থেকে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত বেঙ্কটেশ আইয়ার। এবার তাঁকেও রিটেন করেনি KKR। আর এই কারণে তাঁর মধ্যে হতাশাও দেখা গিয়েছিল। এবার মক অকশনে তাঁকে নিয়ে বিরাট দর কষাকষি হয়। শেষমেশ ১৪.৭৫ কোটি টাকায় তাঁকে দলে নেয় পার্পল নাইটসরা। এছাড়াও KKR-র আরেক প্লেয়ার অংকৃষ রঘুবংশী ৫.২ কোটিতে বিক্রি হয়েছে। তাঁকে দলে নিয়েছে গোল্ডেন নাইটস। মিচেল স্টার্কের দর ২৪.৭৫ কোটি থেকে নেমে ৮ কোটিতে দাঁড়িয়েছে।

ঋষভ পন্থ, জস বাটলার

কলকাতা নাইট রাইডার্সের এই মক অকশনে সবথেকে বেশি দাম উঠেছে দুই উইকেটকিপারের। ঋষভ পন্থকে ১৮.৭৫ কোটি টাকায় নিয়েছে গোল্ডেন নাইটস। এছাড়াও ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলারকে ১৭.২৫ কোটি টাকায় নিয়েছে রিগ্যাল নাইটস।

সঙ্গে থাকুন ➥
X