বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ইংলিশ ক্রিকেটার মইন আলি। এবার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকেও নিজেকে সরিয়ে নিতে চলেছেন কলকাতা নাইট রাইডার্সের নতুন ইংরেজ তারকা। IPL-এ(IPL 2025) খেলবেন তো? সম্প্রতি বেশ কিছু সূত্র মারফত, মইন আলির অবসরের কথা কানে আসতেই আগত IPL মরসুমে ইংরেজ তারকার উপস্থিতি নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন নাইট ভক্তরা। সদ্য পাওয়া তথ্য অনুযায়ী, ইংল্যান্ডের দ্য হান্ড্রেড লিগে খেলবেন না বলেই জানিয়ে দিয়েছেন খেলোয়াড়।
কেন ঘরোয়া ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিলেন মইন?
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, গত বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর ঘরোয়া ক্রিকেটে খেলা অব্যাহত রেখেছিলেন ইংলিশ তারকা। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রে নতুন নো অবজেকশন পলিসি চালু করে। আর এরপরই ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়ানো সিদ্ধান্ত নেন মইন।
জানা যাচ্ছে, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অংশ নিলে একই সময় অনুষ্ঠিত হতে যাওয়া বিদেশি লিগে খেলা সম্ভব হবেনা মইন আলির পক্ষে। মনে করা হচ্ছে, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতেই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের সাথে সম্পর্ক ছিন্ন করলেন নাইট রাইডার্সের নতুন সদস্য।
কোচিং করাবেন মইন?
সূত্র বলছে, বিদেশি লিগ গুলিতে নিজের দক্ষতা জাহির করতে চান ইংলিশ অলরাউন্ডার মইন। আর সেই কারণকে সামনে রেখেই এবার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটকে আলভিদা জানাতে চলেছেন তিনি। রিপোর্ট বলছে, ওয়ারউইকশায়ারের সাথে ইংরেজ তারকার তিন বছরের চুক্তি চলতি বর্ষেই শেষ হবে ।
আর এই মরসুম শেষ হলেই ঘরোয়া ক্রিকেট থেকে চিরতরে নিজেকে সরিয়ে নিয়ে কোচ হওয়ার পথে হাঁটতে পারেন মইন। সূত্রের খবর, চলতি বছর বার্মিংহাম বেয়ার্সের খেলোয়াড় কোচের ভূমিকাতে দেখা দিতে পারেন। তবে ঘরোয়া ক্রিকেট ছেড়ে মইন আদৌ কোচিং শুরু করবেন কি না সে বিষয়ে খেলোয়াড়ের তরফে কোন স্পষ্ট বক্তব্য মেলেনি।
IPL খেলবেন মইন?
নাইট তারকার ঘরোয়া ক্রিকেট ছেড়ে দেওয়ার খবর কানে আসতেই একপ্রকার চিন্তায় পড়ে গিয়েছেন KKR ভক্তরা। তাদের বেশিরভাগেরই আশঙ্কা, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানিয়ে এবার হয়তো পুরোপুরি কোচিং শুরু করতে পারেন মইন। আর সেই কারণেই সম্ভবত কলকাতা নাইট রাইডার্সের হয়ে আর মাঠে নামা হবে না তার। তবে সূত্র বলছে, নাইট ভক্তদের এই ধারণা একেবারেই ভুল।
সম্ভবত বিদেশি ফ্রাঞ্চাইজি লিগ গুলিকে প্রাধান্য দিতেই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে হাত গুটিয়ে নিচ্ছেন মইন। কাজেই প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে একথা বলাই যায় যে, আসন্ন IPL মরসুমে KKR ম্যানেজমেন্টের 2 কোটি টাকা এবং আশা কোনোটিই বিফলে যাবে না। ঘরোয়া ক্রিকেট ছাড়লেও কলকাতার হয়ে মাঠে নামবেন মইন।
এক নজরে মইন আলির আন্তর্জাতিক কেরিয়ার
ইংলিশ তারকা মইন আলি তাঁর গোটা ক্রিকেট কেরিয়ারে ইংল্যান্ডের হয়ে মোট 68টি টেস্ট, 92টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও 138টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। খেলোয়াড়ের ম্যাচ পরিসংখ্যান বলছে, 68টি টেস্ট ম্যাচে 3094 রানের পাশাপাশি 204টি উইকেট ভেঙেছেন ইংলিশ অলরাউন্ডার। টি-টোয়েন্টির নিরিখে রানের হিসাবটা 1229। সেই সঙ্গে 20 ওভারের ক্রিকেটে মইনের উইকেট সংখ্যা 51। রিপোর্ট বলছে, জনপ্রিয় ক্রিকেট ফরম্যাট ওয়ানডেতে 111টি উইকেট তুলেছেন ইংলিশ অলরাউন্ডার মইন আলি। এই ঘরানায় নাইট তারকার রানের সংখ্যাটা 2355।
অবশ্যই পড়ুন: বাংলাদেশের হিংসা মামলা নিয়ে যা বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |