২৩.৭৫ কোটি! এত দামের যোগ্য তিনি? KKR-এ ফিরে মুখ খুললেন ভেঙ্কটেশ আইয়ার

Published on:

venkatesh iyer kkr

কলকাতাঃ ২০২১ থেকেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। বলতে গেলে IPL এ তাঁর অভিষেকই হয় KKR-র হয়ে। আর সেই তখন থেকেই তিনি কলকাতা দলে রয়ে গিয়েছেন। ২০২১ এ মাত্র ২০ লাখ টাকায় শাহরুখ খানের দলের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। এবারের IPL Mega Auction-এ ২৩ কোটি ৭৫ লাখ দিয়ে তাঁকে আবারও দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

গতকাল আইপিএলের নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে দলে নিতে ঝাঁপায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাঁদের প্রাক্তন প্লেয়ারকে ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে। আর এই কারণে পআইয়ারকে নিতে ২৩.৭৫ লাখ দর তোলে। RCB শেষে KKR-র কাছে হার মানে ও আইয়ার ফের কেকেআর দলেরই সদস্য হয়ে ওঠেন।

২০২১ থেকে কলকাতা নাইট রাইডার্সে খেলছেন ভেঙ্কটেশ আইয়ার

২০২১-এ ভেঙ্কটেশ আইয়ার মাত্র ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও, ২০২২-২৩ আর ২০২৪ এ তাঁকে ৮ কোটি মূল্য দিয়ে দলে রেখে দিয়েছিল KKR। ভেঙ্কটেশ এখনও অবধি কেকেআরের হয়ে ৫১ টি ম্যাচ খেলেছেন। এই ৫১ ম্যাচে তিনি মোট ১৩২৬ রান করেছেন। এর মধ্যে একটি সেঞ্চুরি ও ১১ টি হাফ সেঞ্চুরিও করেছিলেন। ভেঙ্কটেশের সর্বাধিক স্কোর হল ১০৪।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার

অনেকেই হয়ত জানেন না যে, ভেঙ্কটেশ আইয়ার ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দক্ষ। বলতে গেলে তিনি পার্টটাইম অলরাউন্ডার। ভেঙ্কটেশ এখনও অবধি তাঁর ৫১ ম্যাচে ১৩.৩ ওভার বল করেছেন। তিনি নিজের IPL কেরিয়ারে এখনও পর্যন্ত মাত্র ৩টি উইকেটই নিয়েছিলেন। ২০২১ সালে ভেঙ্কটেশ আইয়ার দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে ২৯/২ উইকেট নিয়েছিলেন। এটাই তাঁর সেরা পারফর্ম ছিল।

ভেঙ্কটেশ আইয়ারকে ২৩ কোটি ৭৫ লাখ দিয়ে কেনা ঠিক হয়েছে?

ভেঙ্কটেশ যতই ভালো প্লেয়ার হোক না কেন, তাঁকে ২৩ কোটি ৭৫ লাখ দিয়ে কেনা ঠিক হয়েছে? এই প্রশ্নই এখন ঘুরে বেরাচ্ছে সবার মাথায়। তবে ভেঙ্কটেশ এসবে পাত্তা দিতে চাননা। তিনি ফের KKR-এ প্রত্যাবর্তন করার পর সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন। ভেঙ্কটেশ আইয়ার বলেছেন, ‘আমি আমার ঘরে আসতে পেরে খুব খুশি। আমি আশা করিনি এভাবে ফিরে আসতে পারব। এবার আমার আগের লক্ষ্য কলকাতার হয়ে ট্রফি ধরে রাখা। আগামী দিলে ঘরোয়া T20 লিগ রয়েছে, সেটায় ফোকাস করছি এখন।’ ২৩.৭৫ কোটি টাকায় তাঁকে কেনা হয়েছে শুনে ভেঙ্কটেশ আইয়ার খুশি কিন্তু তিনি এই বিষয়ে কোনও কথা বলতে চাননি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group