অপ্রতিরোধ্য রাহানে, তাঁর সামনে ম্লান প্রাক্তন KKR অধিনায়ক শ্রেয়স আইয়ারও

Published on:

ajinkya rahane smat

কলকাতা, কৌশিক দত্তঃ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিধ্বংসী মেজাজে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। বরোদার বিরুদ্ধেও দুর্দান্ত ইনিংস খেলে মুম্বইকে ফাইনালে তুলে দেন রাহানে। তবে দুঃখের বিষয় হল, তিনি ফের সেঞ্চুরি মিস করেছেন। ৫৬ বলে ৯৮ রানের ইনিংস খেলে নিজের জাত চেনান মুম্বইয়ের প্লেয়ার। নভেম্বরে আইপিএল নিলামের আগে যার নাম শোনাই যেত না, তাঁকে কলকাতা নাইট রাইডার্স কেনার পর তাঁর নামই সর্বত্র শোনা যাচ্ছে।

১.৫ কোটিতে অজিঙ্কা রাহানেকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স

WhatsApp Community Join Now

এবারের আইপিএলের মেগা নিলামে মাত্র ১.৫ কোটিতে অজিঙ্কা রাহানেকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর সেখান থেকেই তাঁর উত্থানের নতুন অধ্যায় শুরু হয়েছে। এমনকি এও শোনা যাচ্ছে যে, KKR এবার রাহানেকেই নাকি অধিনায়ক করবে। এমন খবর চারিদিকে ভাসার মধ্যেই রাহানে নিজের ব্যাটিং পারফরমেন্সের মাধ্যমে নাইট শিবিরকে খুশি করেছে।

আসলে আজ বরোদার বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে মাঠে নেমেছিল মুম্বই। বলে দিই, বরোদা দলে রয়েছেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ওদিকে মুম্বই দলের অধিনায়ক KKR-র প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ার। আর এই সেমিফাইনালেই বরোদাকে হারিয়ে ফাইনালে উঠল মুম্বই।

রাহানের সামনে ম্লান শ্রেয়স আইয়ার

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান করেছিল বরোদা। ১৫৯ রানের লক্ষ্যে নেমে মাত্র ৪ উইকেট খুইয়েই ১৭.২ ওভারে ১৬২ রান করে ফেলে মুম্বই। অজিঙ্কা রাহানে ৯৮ করেন এবং মুম্বইয়ের অধিনায়ক শ্রেয়স আইয়ার ৩০ বলে ৪৬ রান করেন। এদিন ফের ব্যর্থ হন পৃথ্বী শ। তিনি ৯ বলে মাত্র ৮ রানই করতে সক্ষম হন।

ম্যান অফ দ্য ম্যাচ হন অজিঙ্কা রাহানে

৫৬ বলে ৯৮ রান করা আজিঙ্কা রাহানে এদিন ম্যাচের সেরার পুরস্কার পান। আগামী রবিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনাল ম্যাচ রয়েছে। আজ দিল্লি ও মধ্যপ্রদেশের মধ্যে আরেকটি সেমিফাইনাল ম্যাচ আয়োজিত হচ্ছে। এই ম্যাচে যারা জয় পাবে, তাঁরা রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে খেলবে।

সঙ্গে থাকুন ➥
X