প্রীতম সাঁতরা, কলকাতাঃ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) সমর্থকদের জন্য বড় খবর। সোশ্যাল মিডিয়ায় বড়সড় দাবি করে বলা হয়েছে, আসন্ন IPL নিলামের আগে শ্রেয়স আইয়ার নাইট শিবিরে অনিশ্চিত। তবে তিনজন তারকা পাওয়ার হিটারকে কলকাতা রিটেন করতে পারে বলে মনে করা হচ্ছে।
রাসেল, নারিন নিশ্চিত ? KKR Retain List
সুনীল নারিন, আন্দ্রে রাসেলের নাম নিয়ে বহু দিন ধরে জল্পনা শুরু হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের এই দুই ক্রিকেটারকে কলকাতা নাইট রাইডার্স রিটেন করবে বলে মনে করা হচ্ছিল। এবারেও সেই একই দাবি করা হচ্ছে। অর্থাৎ, কলকাতা নাইট রাইডার্সে সুনীল ও রাসেলের থাকার সম্ভাবনা প্রবল। সুনীল ও রাসেলকে যদি কলকাতা রিটেন করে, তাহলে রিঙ্কু সিংয়ের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে?
থেকে যেতে পারেন রিঙ্কু
রিঙ্কু সিংকে কলকাতা নাইট রাইডার্স শেষ পর্যন্ত রিটেন করবে কি না সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। এবার সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে দুই ক্যারিবিয়ান তারকার পাশাপাশি রিঙ্কু সিংকেও রিটেন করার কথা চূড়ান্ত করতে পারে KKR। গতবারের স্কোয়াডে অন্যতম তিন মূল সদস্য হিসেবে এই তিনজনকে ধরে রাখার কথা কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট চূড়ান্ত করতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও চূড়ান্ত কোনো কিছু এখনও জানানো হয়নি।
বাদ পড়বেন অধিনায়ক শ্রেয়স আইয়ার?
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি গত মরশুমের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে কলকাতা নাইট রাইডার্স রিটেন করবে না। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে সুনীল নারিন, আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংকে কেকেআর রিটেন করতে পারে। অধিনায়ক শ্রেয়স আইয়ারকে রিটেন করার সম্ভাবনার ব্যাপারে কোনো দাবি করা হয়নি। একই কথা তাঁর ভাই ভেঙ্কটেশ আইয়ারের ক্ষেত্রেও। শ্রেয়সের মতো ভেঙ্কটেশকেও কলকাতা নাইট রাইডার্স রিটেন করতে চাইবে কি না সে ব্যাপারে রয়েছে প্রশ্ন।
🚨📰| Andre Russell, Sunil Narine, and Rinku Singh are expected to be retained as capped players,
🔸While Harshit Rana and Ramandeep Singh may be retained as uncapped players.
🔸KKR is considering whether to retain Varun Chakaravarthy or use the RTM.#IPL2025
– RevSportz pic.twitter.com/CcpU5R2xKr— KKR Vibe (@KnightsVibe) October 22, 2024
বাকি কোন ৩ জনকে কেকেআর ধরে রাখতে পারে?
গতবারের দল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রত্যেক দল সর্বোচ্চ ৬ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। কেকেআর যদি সুনীল, রাসেল ও রিঙ্কুকে রিটেন করে তাহলে বাকি তিন ক্রিকেটার কে হতে পারেন? অনুমান করা হচ্ছে যে টিম ইন্ডিয়ার সিনিয়র দলের আনক্যাপড ক্রিকেটার হিসেবে নাইট শিবিরে থেকে যেতে পারেন পেস বোলার হার্ষিত রানা ও রমনদীপ সিং। বাকি একটা স্লটের জন্য বরুণ চক্রবর্তীর নাম চূড়ান্ত করতে পারে কেকেআর, ব্যবহার করা হতে পারে রাইট টু ম্যাচ কার্ড নিয়ম।