হারের থেকে শিক্ষা, চতুর্থ ম্যাচে বদলে যেতে পারে KKR টিম! এমন হবে প্রথম একাদশ

Published on:

kkr-team

ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-এর শুরুটা খুব ভালো করেছিল কলকাতা নাইট রাইডার্স। লিগ শুরু হওয়ার প্রথম তিন ম্যাচের মধ্যে তিনটি ম্যাচেই জয় পেয়েছিল কলকাতা। চতুর্থ ম্যাচে হারতে হয়েছে দলকে। যার ফলে থেমেছে নাইটদের বিজয় রথ। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হেরেছে দল। এরপর প্রশ্ন উঠছে, IPL-এর চলতি মরসুমে প্রথম একাদশে কলকাতা নাইট রাইডার্স কোনও পরিবর্তন করবে কি না?

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্স সব বিভাগেই পিছিয়ে পড়েছিল। ব্যাটিং ব্যর্থতার পর বল হাতেও বিশেষ কিছু করতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারেরা। পরিকল্পনামাফিক কাজে আসেনি ইমপ্যাক্ট প্লেয়ার। KKR-এর পরের ম্যাচ লখনউ সুপার জায়ান্ট। আগামী রবিবার সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলবে নাইট রাইডার্স।

প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে KKR

পয়েন্ট তালিকার কলকাতা নাইট রাইডার্সের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লখনউ সুপার জায়ান্ট। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। ৫ ম্যাচে তাদের প্রাপ্ত পয়েন্ট ৮। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৪ ম্যাচে তাদের প্রাপ্ত পয়েন্ট ৬, নেট রান রেট +১.৫২৮। লখনউ সুপার জায়ান্ট রয়েছে তৃতীয় স্থানে। তাদেরও চার ম্যাচে প্রাপ্ত পয়েন্ট ৬। কলকাতার থেকে পিছিয়ে রয়েছে নেট রান রেটে, +০.৭৭৫।

কেকেআর বনাম এলএসজি ম্যাচ

আগামী ১৪ তারিখ কেকেআর বনাম এলএসজি ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম একাদশে কোনও পরিবর্তন করবে কি না সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের মাথা ব্যাথার কারণ খোদ তাদের অধিনায়ক শ্রেয়স আইয়ার ও আইপিএল ইতিহাসের সবথেকে দাবি ক্রিকেটার মিচেল স্টার্ক। ওভার প্রতি প্রায় ৯ রান করে দিচ্ছেন, আসছে না উইকেট। স্টার্ককে বসানোর মতো বড় সিদ্ধান্ত কি নিতে পারবে কলকাতা নাইট রাইডার্স? অনেকেই সেই সম্ভবনা দেখতে পাচ্ছেন না। বরং ব্যাটিং ক্রমে হয়তো পরিবর্তন দেখা যেতে পারে।

WhatsApp Community Join Now

কেকেআর-এর আসন্ন ম্যাচে সম্ভাব্য একাদশ:

ফিল সল্ট, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা/ মণীষ পান্ডে, রমনদীপ সিং/ অংকৃষ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, মিচেল স্টার্ক।

সঙ্গে থাকুন ➥
X