শ্রেয়সকে রেখে রাসেলকে ছাড়বে কলকাতা, শেষ মুহূর্তে বদলে যাচ্ছে KKR-র রিটেনশন তালিকা?

Published on:

andre russell shreyas iyer

কলকাতাঃ আন্দ্রে রাসেলকে রিটেন নাও করতে পারে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। রেভস্পোর্টসের একটি রিপোর্টের পরেই এ খবর প্রকাশ্যে আসছে। সেখানে বলা হয়েছে যে, রাসেলকে রিটেন করার মতো তথ্য KKR শিবির থেকে মেলেনি। এদিকে আগামী ৩১ অক্টোবর বিকেল ৫টার মধ্যেই প্রতিটি আইপিএল দলের রিটেনশন তালিকা প্রকাশ্যে আসবে। তার আগে এই রিপোর্ট ঘিরে জল্পনা ছড়িয়েছে। এমনকি এও শোনা যাচ্ছে যে, শ্রেয়স আইয়ারকে KKR ছাড়ছে না। যদিও, নাইট ম্যানেজমেন্ট এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ইতিমধ্যে KKR অধিনায়ক শ্রেয়স আইয়ারকে নেওয়ার জন্য তিন তিনটি IPL ফ্র্যাঞ্চাইজি ঝাঁপাচ্ছে বলে খবর। এমনকি এও শোনা গিয়েছিল যে, আইয়ারের সঙ্গে KKR ম্যানেজমেন্টের বনিবনা হয়েছে, যার কারণে তাঁকে আর দলে রাখতে চাইছে না কলকাতা। তবে এখন সব হিসেব, রিপোর্ট পাল্টে গিয়েছে। আইয়ারকে নিয়ে বাকি দলগুলোর তৎপরতার কারণেই কী তা না ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছে শাহরুখের দল?

আন্দ্রে রাসেলের বদলে শ্রেয়স আইয়ার

আসলে এবারের আইপিএল মেগা নিলামের আগে মোট ৬ জন প্লেয়ারকেই ধরে রাখতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো। KKR-র ক্ষেত্রেও একই নিয়ম। বর্তমানে যা পরিস্থিতি, তাতে হয় রাসেল নাহলে আইয়ার, এই দুজনার মধ্যে একজনকেই রিটেন করতে পারে KKR। বাকি রিঙ্কু সিং ও সুনীল নরেনকে ধরে রাখবে নাইট শিবির। এছাড়াও আনক্যাপড প্লেয়ার হিসেবে হর্ষিত রানা ও রমণদীপকে ধরে রাখার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মিষ্টি স্পিনার হিসেবে খ্যাত বরুণ চক্রবর্তীকেও ধরে রাখতে পারে KKR। যদিও কলকাতা দল থেকে এই বিষয়ে চূড়ান্ত কিছু বলা হয়নি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আইয়ারকে রাখতে বলেছিলেন গৌতম গম্ভীর

রেভস্পোর্টসের রিপোর্টে বলা হয়েছে যে, KKR-র ম্যানেজমেন্ট অধিনায়ক শ্রেয়স আইয়ারের উপর ভরসা রেখেছে। আসলে, ১০ বছর পর আইয়ারের অধিনায়কত্বেই KKR তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে। তাই তাঁকে সহজে হাতছাড়া করতে চাইছে না নাইট শিবির। এমনকি KKR-র প্রাক্তন মেন্টর গৌতম গম্ভীর দায়িত্ব ছাড়ার সময়ও নাকি আইয়ারকে ধরে রাখার কথা বলে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group