কলকাতাঃ গতকালই নিজেদের রিটেন করা প্লেয়ারদের লিস্ট জারি করেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ২০২৫ এর IPL-র জন্য যেই ছয় প্লেয়ারকে ধরে রাখল KKR, তাঁরা হলেন রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, রমণদীপ সিং, হর্ষিত রানা, আন্দ্রে রাসেল ও সুনীল নরেন। আর এই লিস্ট জারি হওয়ার পরই কপাল খুলে গেল KKR-র নির্ভরযোগ্য ব্যাটার রিঙ্কু সিংয়ের। কারণ ২০১৮ থেকে দলে থাকা রিঙ্কু সিংয়ের বেতন ছিল মাত্র ৫৫ লাখ। এবার তা বেড়ে হল ১৩ কোটি। আর এরপরেই রিঙ্কু সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘পিকচার অভি বাকি হেয়।’
Here are your retained Knights 💜
Next Stop: #TATAIPLAuction 💰🔨 pic.twitter.com/fvr1kwWoYn
— KolkataKnightRiders (@KKRiders) October 31, 2024
উল্লেখ্য, কলকাতা দলে নিজের খেলা দিয়ে নিজেকে প্রমাণ করেছেন এই তরুণ প্লেয়ার। আর এরপরেই তিনি জায়গা পান ভারতীয় দলে। যেহেতু ভারতীয় দলে তার অভিষেক হয়ে গিয়েছে, তাই এবার আর তাঁকে সস্তায় ধরে রাখতে পারত না KKR। আর সেই কারণেই তাঁকে এবার ১৩ কোটির চুক্তিতে দলে রেখেছে তাঁরা।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট রিঙ্কু সিংয়ের
KKR রিটেন প্লেয়ারদের লিস্ট ঘোষণা করার পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন রিঙ্কু সিং। সেখানে তিনি লেখে, ‘হামারি প্রেম কাহানি তো অভি ব্যস শুরু হুই হে। পিকচার অভি বাকি হে মেরে দোস্তো।’ কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ সিনেমার ডায়লগের সঙ্গে মিল রেখেই এই কথা বলেছেন রিঙ্কু সিং।
IPL-এ রিঙ্কু সিংয়ের কেরিয়ার | Rinku Singh IPL Career |
রিঙ্কু সিং আইপিএলে এখনও পর্যন্ত ৪৬ ম্যাচ খেলেছেন। সেখানে তিনি ৩০.৭৯ গড়ে ৮৯৩ রান করেছেন। যেহেতু ফিনিশার হিসেবে তাঁকে ব্যবহার করে KKR, তাই তার থেকে বেশি রানের আশাও করা যায় না। তার থেকে যেটা আশা করা যায়, তা হল স্ট্রাইক রেট। আর এই ৮৯৩ রান ১৪৩.৩৩ স্ট্রাইক রেটে করেছেন তিনি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে ৫ ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানোর পর থেকেই রিঙ্কুর কদর আরও বেড়ে যায়। এমনকি ফিনিশার হিসেবে তাঁকে মহেন্দ্র সিং ধোনির সঙ্গেও তুলনা করা হয়। ২০২৩ এর আইপিএলে রিঙ্কু ১৪ ম্যাচে ৪৭৪ রান করেছিলেন। এরপরই তার অভিষেক হয় ভারতীয় দলে।