বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL শুরু হতে এখনও ঢের দেরি। যদিও বহু আগেই দল গুছিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চ্যাম্পিয়নস ট্রফিও। আসন্ন IPL মরসুমের আগে ICC-র এই টুর্নামেন্টে আসর জমাবেন বেশ কয়েকজন নাইট তারকা।
সেই সূত্র ধরেই চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে যোগ দেওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকার তারকা পেসার তথা সদ্য নাইট শিবিরে অভিষেক হওয়া অ্যানরিখ নরকিয়ার। বাদ সাধলো চোট যন্ত্রণা। সূত্রের খবর, শরীরের পিছনের অংশে গুরুতর চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন প্রোটিয়া পেসার। চাপ বাড়ল KKR-এরও।
অ্যানরিখ নরকিয়ার চোট কতটা গুরুতর ?
শরীরে ব্যাক ইঞ্জুরি থাকার কারণে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে নরকিয়ার যে আসর জমানো হচ্ছে না একথা এক প্রকার নিশ্চিত। গত একদিনের বিশ্বকাপেও চোট যন্ত্রণা কাটিয়ে মাঠে নামতে পারেননি দক্ষিণ আফ্রিকার এই তারকা। জানা যায়, সাউথ আফ্রিকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচে শরীরের পিছনের অংশে চোট পেয়েছিলেন নরকিয়া। বিপদ এড়াতে গত সোমবারই স্ক্যান করানো হয়েছে তাঁর।
রিপোর্ট বলছে, নরকিয়ার চোট যথেষ্ট গুরুতর। যন্ত্রণা কাটিয়ে ফিট হয়ে মাঠে নামতে এখনও সপ্তাহ খানেক সময় লাগবে। কাজেই প্রশ্ন ওঠে, 1 সপ্তাহের মধ্যে ফিট হয়ে মাঠে নামতে পারলে কেন ফেব্রুয়ারির চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করতে পারবেন না আফ্রিকান বোলার? সূত্র বলছে, চোট যন্ত্রণা কাটিয়ে উঠলেও এখনই নরকিয়াকে মাঠে নামিয়ে বিপদ বাড়াতে চায় না ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
যদিও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড সূত্রে খবর, এই মুহূর্তে তাঁর বিকল্প হিসেবে কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করা হচ্ছে না। ICC-র নিয়ম অনুযায়ী আগামী 13 ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিক দল পরিবর্তনের সুযোগ পাবে দক্ষিণ আফ্রিকা। কাজেই বিকল্প হিসেবে নতুন কারও নাম ঘোষণার আগে কিছুটা সময় নিতে চাইছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। বলে রাখা ভাল, নরকিয়ার চোটের ধরণ জানা গেলেও তা কতটা গুরুতর সে প্রসঙ্গে এখনও কোনও স্পষ্ট বিবৃতি আসেনি।
অবশ্যই পড়ুন: খেলা দূর, হাঁটাচলাই বারণ! বুমরাহর চোট নিয়ে বড় আপডেট, খেলবেন চ্যাম্পিয়নস ট্রফিতে?
নরকিয়ার চোট যন্ত্রণায় ভুগবে KKR-ও!
চ্যাম্পিয়নস ট্রফির প্রাক্কালে আচমকা ফাস্ট বোলিং বিভাগের অন্যতম স্তম্ভ নরকিয়ার চোট পেয়ে মাঠ ছড়াটা দক্ষিণ আফ্রিকার বোলিং শক্তিকে যে অনেকটাই দুর্বল করে দেবে এ কথা বলাই যায়। তবে জাতীয় দলের পাশাপাশি নরকিয়ার চোট চিন্তা বাড়িয়েছে কলকাতা নাইট রাইডার্সেরও।
কেননা, আসন্ন IPL যুদ্ধের জন্য আত্মবিশ্বাসকে পুঁজি করে 6.5 কোটি টাকা দিয়ে দক্ষিণ আফ্রিকান পেসারকে দলে ভিড়িয়েছিল কলকাতার ম্যানেজমেন্ট। তাঁকে নিয়ে আসন্ন প্রতিযোগিতায় নামার আগে স্বপ্নের পাহাড়ে চড়ে বসেছিল KKR। তবে বর্তমান চোটের কারণে যদি তাঁর IPL-এ থাকা না হয়, সেক্ষেত্রে সমস্যায় জর্জরিত KKR কে বিকল্প রাস্তায় হাঁটতে হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |