ফের ডিভোর্স! চাহালের পর এবার সংসার ভাঙতে চলেছে KKR তারকার

Published on:

manish pandey kkr

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটারদের বিচ্ছেদ জল্পনা এখন সবচেয়ে হট টপিক। মহম্মদ শামি-শিখর ধাওয়ান-হার্দিক পান্ডিয়াদের বিচ্ছেদ গুঞ্জন অনেক আগেই বাস্তবের মাটিতে পা রেখেছে। বর্তমানে ট্রেন্ডে রয়েছে যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার বিচ্ছেদ জল্পনা। সমাজ মাধ্যম ছেয়ে গেছে চাহালের ডিভোর্স বিতর্কে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এবার সেই পথ ধরেই ভারতের আরেক ক্রিকেটার তথা কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) তারকা মণীশ পান্ডেকে নিয়েও বড় খবর উঠে এলো। শোনা যাচ্ছে, KKR-র ধুরন্ধর ব্যাটার মণীশ পান্ডের বৈবাহিক জীবনে নাকি দীর্ঘ ফাটল দেখা দিয়েছে। অভিনেত্রী স্ত্রী আশরিতা শেট্টির সাথে এবার বৈবাহিক সম্পর্ক শেষ করতে পারেন ভারতীয় তারকা!

ডিভোর্সের প্রক্রিয়া চলছে মণীশ-আশরিতার?

চাহালের প্রসঙ্গ আপাতত দূরে সরিয়ে রেখে কেকেআর তারকা মণীশ পান্ডের বিচ্ছেদ গুঞ্জনে মদদ দিয়েছেন নেট নাগরিকরা। মণীশ ভক্তদের মধ্যে অনেকেই মনে করছেন, অভিনেত্রী স্ত্রী আশরিতা শেট্টির সাথে বৈবাহিক জীবন একেবারেই ভাল যাচ্ছে না মণীশের। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই বৈবাহিক জীবনের গন্ডি পেরিয়ে বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন দুজন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সিংহভাগেরই মত, মণীশ এবং আশরিতা দুজনের কেউই সোশ্যাল মিডিয়া পোস্টে রঙিন মুহূর্তের ছবি আপলোড করছেন না। বহুদিন হয়ে গিয়েছে একই ফ্রেমে দম্পতিকে একসাথে দেখার সুযোগ হয়নি ভক্তদের। এরই মধ্যে ভেসে আসছে নতুন খবর, শোনা যাচ্ছে, মণীশ পান্ডে ও তাঁর স্ত্রী দুজনেই তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একে অপরের ছবি মুছে ফেলেছেন। যার কারণে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খুব একটা দেখা যায় না ভক্তদের প্রিয় যুগলের রঙিন মুহূর্তের ছবি। আর এই ঘটনাই বিচ্ছেদ জল্পনায় নতুন পালক জুড়েছে।

নীরব মণীশ এবং আশরিতা

বিচ্ছেদ জল্পনায় সমাজ মাধ্যম ছেয়ে গেলেও নীরবতা বজায় রেখেছেন ভারতীয় ক্রিকেটার মণীশ পান্ডে এবং তাঁর স্ত্রী আশরিতা শেট্টি। নেট নাগরিকরা বারংবার নিজেদের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে কেকেআর তারকা প্রসঙ্গে নানান বিতর্কিত মন্তব্য ছড়িয়েছেন, আর সেসব বিচ্ছেদ রটনা যে একেবারেই মণীশ-আশরিতা জুটির কানে পৌঁছয়নি একথা বললে চরম ভুল হবে। তবে তা সত্ত্বেও বিচ্ছেদ নিয়ে এখনও পর্যন্ত রা করেননি, মনীশ-আশরিতা কেউই। এমনকি তাঁদের পরিবারের তরফেও ভেসে আসেনি কোনও চাঞ্চল্যকর মন্তব্য।

প্রসঙ্গত, 2019 সালের এক রঙিন দিনে বৈবাহিক সম্পর্কে পা রাখেন মণীশ এবং আশরিতা। আর সে বছরই নিজেদের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন দুজন। আশরিতার পরিবার থাকে কর্নাটকে। আর সেই সূত্রেই তামিল ছবিতে একজন সফল অভিনেত্রী হিসেবে দীর্ঘ পথ পেরিয়ে এসেছেন মণীশ ঘরণী।

বিয়ের পর বেশ কয়েকবার স্বামীর উৎসাহ বাড়াতে আইপিএল ও আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন আশরিতা। তবে 2024 আইপিএল মরসুমে কলকাতার একটি ম্যাচেও স্টেডিয়ামমুখী হননি তিনি। মণীশ নিয়ে সমাজ মাধ্যমেও আসেনি কোনও পোস্ট। আর এর পর থেকেই দম্পতির বিচ্ছেদ গুঞ্জনের জল গড়াতে শুরু করে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group