বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি বিজয় হাজারে টুর্নামেন্টে জ্বলে উঠেছেন ভারতের বহু তরুণ প্রতিভা। এবার সেই তালিকায় নাম জড়ালো কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) তারকা রমণদীপ সিংয়ের। সম্প্রতি হায়দরাবাদ বনাম পাঞ্জাবের ম্যাচে মারকাটারি ব্যাটিং করে শিরোনামে উঠে এসেছেন KKR তারকা রমণদীপ। আর সেই পথ ধরেই আসন্ন আইপিএল মরসুমের জন্য 4 কোটির প্লেয়ারকে নিয়ে মুখের হাসি চওড়া হয়েছে নাইট কর্তাদের।
রমণদীপের ঝোড়ো ইনিংস
চলতি বছরের IPL মরসুমে স্কোয়ড শক্তিশালী করতে রমনদীপ সিংকে 4 কোটি টাকা দিয়ে দলে রেখে দেয় শাহরুখের ম্যানেজমেন্ট। এবার সেই বিশ্বাসে নতুন পালক জুড়লেন রমনদীপ। শুক্রবার আমেদাবাদে বিজয় হাজারের গ্রুপ সি পর্বের ম্যাচ ছিল। আর সেখানেই মুখোমুখি হয়েছিলেন পাঞ্জাব ও হায়দরাবাদের ছেলেরা। এদিন টসে জিতে ব্যাট করতে নেমে হায়দরাবাদকে নাস্তানাবুদ করে ছেড়েছে পাঞ্জাবের ব্যাটাররা।
প্রভসিমরান সিং ও অভিষেক শর্মার পাশাপাশি দুর্দান্ত ইনিংস খেলেছেন KKR তারকা রমনদীপও। সেঞ্চুরি না পেলেও এদিন নাইট তারকার দাপুটে ব্যাটিং 53 বলে 80 রান তুলে দিয়েছিল। শেষ পর্যন্ত 6টি চার ও 4টি ছয় হাঁকিয়ে ঝোড়ো ইনিংসে ইতি টানেন নাইট রাইডার্স তারকা। বলা বাহুল্য, এদিন রমণদীপের দুর্দান্ত ইনিংস দলকে বড় লক্ষ্য ছুঁতে সাহায্য করেছে।
রমণদীপের কাঁধে ভর করে বড় লক্ষ্য ছুঁয়েছে পাঞ্জাব!
শুক্রবার হায়দরাবাদের ছেলেদের ক্ষমতা জানান দিয়ে 80 রানের দীর্ঘ ইনিংস খেলেছেন রমণদীপ। যার জেরে ওপেনারদের আউট হয়ে যাওয়ার পর দলের গতি কিছুটা কমলেও পুনরায় ছন্দে ফিরেছে পাঞ্জাব। এদিন বাউন্ডারি ও ছয়ের সহযোগে 53 বলে রমণদীপের 80 রানের বড় ইনিংস পাঞ্জাবকে নির্ধারিত 50 ওভারে 6 উইকেট হাতে রেখে 426 রান তুলতে মদদ জুগিয়েছে। রমণদীপ ছাড়াও এদিন দুর্দান্ত ছন্দে ছিলেন প্রভসিমরান সিং ও অভিষেক শর্মা। শুক্রবার প্রভসিমরানের ব্যাট সেঞ্চুরির বেড়াজাল টপকে 136 রান গড়েছিল। অন্যদিকে অভিষেক শর্মা ব্যাট ঘুরিয়ে 93 রানের বড় ইনিংস খেলেছিলেন। পরে তাতে সংখ্যা বাড়িয়েছেন KKR তারকা।
রমণদীপের কেরিয়ার
একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক স্তরে রমণদীপের কেরিয়ার একেবারে নতুন। গত বছর অর্থাৎ 2024 বর্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে খেলার জন্য ভারতীয় দলে ডাক পান KKR তারকা। সেবার প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। তাই প্রোটিয়াদের নাস্তানাবুদ করতে খোঁজ চলছিল নতুন মুখের। আর সেই চাহিদাতেই ধরা দেন রমণদীপ। গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে টি টোয়েন্টি দলে তাঁকে প্রথমবারের জন্য পেয়েছিল টিম ইন্ডিয়া।
আর সেবারই ভারতের হয়ে 201.61 স্ট্রাইক রেটে 125 রানের ইনিংস খেলেছিলেন নাইট তারকা। প্রারম্ভিক জীবন অর্থাৎ ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাবের হয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করেছেন রমণদীপ। এছাড়াও টি-টোয়েন্টির লিস্ট এ ক্রিকেট ও মুস্তাক আলী ট্রফিতেও দুর্দান্ত পরফরমেন্স রয়েছে ভারতের এই উদীয়মান তারকার।
ইস্টবেঙ্গলের ধমকেই হল কাজ? অবশেষে ডার্বি নিয়ে সিদ্ধান্ত নিল মোহনবাগান