‘বর্ডার গাভাস্কার ট্রফিতে বিরাট প্রস্তাব পেয়েও ছেড়ে দিয়েছি’, নীরবতা ভাঙলেন KKR তারকা

Published on:

ajinkya rahane kkr

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষবারের মতো 2023 সালের পর আর জাতীয় দলে ফেরা হয়নি KKR তারকার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়েই সেই আক্ষেপ গুছিয়ে রেখেছেন ভারতের অভিজ্ঞ ক্রিকেটার। দলে ফেরার ইচ্ছা যে ছিল না তেমনটা একেবারেই নয়, বরং বারবার চেয়েছেন ভারতীয় দলের হয়ে খেলার অন্তত একটা প্রস্তাব আসুক।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কিন্তু সেই ভাবনায় মোম গলেনি। দলের হয়ে খেলার জন্য ক্রিকেটারের ডাক পড়া তো দুরস্ত, তাঁকে বারংবার উপেক্ষা করেছে টিম ইন্ডিয়ার নির্বাচন কমিটি। এমতাবস্থায়, সদ্য শেষ হওয়া বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে এক অজানা মন্তব্য করেছেন ভারতের অভিজ্ঞ তারকা তথা নাইট শিবিরের সম্ভাব্য অধিনায়ক অজিঙ্কা রাহানে। খেলোয়াড়ের বক্তব্য, বর্ডার গাভাস্কার সিরিজে যোগ দেওয়ার জন্য তাঁর কাছে এক বিরাট প্রস্তাব এসেছিল। তবে সেই প্রস্তাবে রাজি হননি তিনি।

BGT-তে বিরাট প্রস্তাব পেয়েছিলেন রাহানে

ঘরোয়া ক্রিকেটে নিজের ক্ষমতা বাড়িয়ে চলেছেন KKR তারক অজিঙ্কা। তাঁর নেতৃত্বেই 2023-24 মরসুমে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যশালী টুর্নামেন্ট রঞ্জি ট্রফির চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই। এবারেও সেই রাহানের অধিনায়কত্বেই সেমিফাইনাল খেলার সুযোগ হয়েছে 41 বারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের। তবে ঘরোয়া ক্রিকেটে সাফল্য নিয়েও জাতীয় দলের দরজা আর একবারের জন্যও খোলা পাননি নাইট তারকা। এহেন আবহে সদ্য শেষ হওয়া বর্ডার গাভাস্কার সিরিজে পাওয়া এক মোটা অঙ্কের প্রস্তাব নিয়ে মুখ খুলেছেন রাহানে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

খেলোয়াড় জানান, জাতীয় দলে এতদিন ডাক না পেলেও, বর্ডার গাভাস্কার ট্রফিতে বড়সড় প্রস্তাব পেয়েছিলেন তিনি। রাহানে বলেন, সেই প্রস্তাব নাকোচ করে দিয়েছি। সম্প্রীতি রঞ্জি ট্রফির সেমিফাইনাল ম্যাচ খেলতে নামার আগে এক সাক্ষাৎকারে নাইট তারকা রাহানে বলেছিলেন, বর্ডার গাভাস্কার ট্রফিতে আমার কাছে এক বড় প্রস্তাব এসেছিল। বলা হয়েছিল, বিশেষজ্ঞ হিসেবে আমাকে BGT-র বিশেষ দায়িত্ব সামলাতে হবে। এই কাজের জন্য টাকাও ছিল প্রচুর। তবে আমি জানতাম, আমাকে এখনও খেলা চালিয়ে যেতে হবে। আর সেই কারণেই ব্যক্তিগত দর্শন থেকে বহুমূল্য প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অজিঙ্কা।

কেন খেলার পাশাপাশি বাকি কাজে অরাজি রাহানে?

বর্তমান সময়ে প্রাক্তন ক্রিকেটাররা মূলত ব্যাট বলের ময়দান ছেড়ে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ধারাভাষ্যকার হিসেবে এমন পরিচিত মুখ রয়েছেন অনেকেই। তবে, 22 গজে বর্তমান থাকা অবস্থায় খেলার পাশাপাশি ধারাভাষ্যকার হিসেবে কাজ করার সংখ্যা কম হলেও তা একেবারেই বিরল নয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক চুটিয়ে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন, সেই সাথে খেলছেন বিভিন্ন IPL মরসুমেও।

এই নিয়মটা KKR তারকা রাহানের জন্য কিছুটা আলাদা। ভারতের অভিজ্ঞ খেলোয়াড়ের দর্শন অনুযায়ী, 22 গজে টিকে থাকাকালীন ম্যাচের পাশাপাশি আর কিছুই ভাবতে পারেন না তিনি। বেশ কিছু সূত্র বলছে, তাঁর মতে, খেলার পাশাপাশি অন্য কাজগুলিতে মনোনিবেশ করলে ম্যাচের শৃঙ্খলা নষ্ট হয়। সেই সাথে কমে আসে খেলার প্রতি মনসংযোগ।

আরও পড়ুন: সব দায় ICC-র! করাচিতে ভারতীয় পতাকা না থাকার আসল কারণ জানাল PCB

আর সেই কারণকে মাথায় রেখেই বর্ডার গাভাস্কার ট্রফির মতো বিরাট আন্তর্জাতিক টুর্নামেন্টের বহুমূল্য দায়িত্ব হাতছাড়া করেছেন রাহানে। খেলোয়াড়ের শেষ সংযোজন, জাতীয় দলে নির্বাচিত হওয়াটা আমার হাতে নেই। তবে আমি এমন কোনও পরিস্থিতিতে পড়তে চাই না, যেখানে আমার মনে হবে আচমকা এমন সিদ্ধান্ত নেওয়াটা কী ঠিক হলো? খেলাটা আরেকটু পরে ছাড়লেই ভাল হতো।

KKR-এর অধিনায়ক হচ্ছেন রাহানে?

ভারতীয় তারকার অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে গত নভেম্বরের IPL অকশন থেকে দেড় কোটির বিনিময়ে অজিঙ্কা রাহানেকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। সূত্র বলছে, এরপরই শ্রেয়সের জায়গায় তাঁকে বসানোর জন্য দলের অন্দরে চলে দীর্ঘ আলোচনা। বেশকিছু জনপ্রিয় সংবাদ মাধ্যমের পাতায় দাবি করা হচ্ছে, বর্তমানে রাহানের যা ফর্ম তাতে খেলোয়াড়ের সার্বিক দিক মাথায় রেখে তাঁকে আসন্ন মার্চের আগে KKR-এর নেতার আসনে বসাতে পারে নাইট ম্যানেজমেন্ট।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group