বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) তারকার এহেন রণমূর্তি দেখতে হবে এ কথা হয়তো স্বপ্নের ঘোরেও কল্পনা করেননি শত্রুপক্ষের ছেলেরা। বিজয় হাজারের ম্যাচে মিজোরামকে হেলায় হারিয়েছে তামিলনাড়ু। নেপথ্যে কলকাতা নাইট রাইডার্সের স্পিন বিভাগের স্তম্ভ বরুণ চক্রবর্তী। হ্যাঁ, শুক্রবার বিজয় হাজারের ম্যাচে মিজোরামকে নিজস্ব অস্ত্রে জড়িয়ে ঘায়েল করেছেন বরুণ। যার জেরে মাত্র 71 রানে অলআউট হয়ে জয়ের পথে ছাড়তে হয়েছে প্রতিপক্ষকে।
অগ্নি চোপড়ার ব্যাটেই ভর করেছিল মিজোরাম!
শুক্রবার তামিলনাড়ুর ছেলেদের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে মিজোরাম ক্রিকেট দল। তবে দূরের গন্তব্য সুনিশ্চিত করতে না পারলেও চেনা পথে কিছুটা হেঁটেছে তারা। এদিন ভরসার কাঁধ হারিয়ে 3 নম্বরে ব্যাট করতে নামানো হয় অগ্নি চোপড়াকে। আর এই ম্যাচেই তামিলনাড়ুর তোপের মুখে দাঁড়িয়ে দলের হয়ে সবচেয়ে বেশি রান গড়েছেন তিনি। শুক্রবার বিজয় হাজারের ম্যাচে 4টি চার সহযোগে অগ্নির ব্যাট থেকে 23 রানের ইনিংস উপহার পেয়েছে মিজোরাম।
দুই অঙ্ক ছুঁতে পারেননি মিজোরামের বাকিরা
অগ্নি চোপড়ার পাশাপাশি ওপেনিং করতে নেমে 14 বলে 12 রান করে সাজঘরে ফিরতে হয়েছে উইকেটকিপার জেহু অ্যান্ডারসনকে। তবে এদিন তাঁর ব্যাটে 1টি চার ও 1টি ছয় এসেছিল। এই দুই ব্যাটসম্যান ছাড়াও 6 নম্বরে ব্যাট হাতে মাঠে নামা মোহিত জাঙ্গরা 22 বলে 17 রানের ছোট ইনিংস খেলেছিলেন। তাঁর ব্যাট থেকেও 1টি চার ও 1টি ছয় পেয়েছে দল। তবে বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।
বরুণ চক্রবর্তীর অস্ত্রে ধরাশায়ী মিজোরাম
শুক্রবার মিজোরামকে নিয়ে এক প্রকার ছেলে খেলা করেছেন বরুণ চক্রবর্তীরা। তবে শত্রুপক্ষ একেবারেই যে দুর্বল তেমনটা নয়। মিজোরাম শিবিরে বেশ কয়েকজন ব্যাটারের গোছানো ক্রিকেট দক্ষতা রয়েছে। তবে সেই সম্ভাবনায় জল ঢেলে মিজোরামকে মাঠের বাইরের পথ দেখিয়েছেন KKR-এর তারকা স্পিনার বরুণ চক্রবর্তী।
এদিন 2টি মেডেন ওভারসহ 5.2 ওভার বল করে মাত্র 9 রানের বিনিময়ে 5 উইকেট ভেঙে শত্রু শিবিরের জোড়ালো আঘাত হানেন বরুণ। ভেঙে যায় মিজোরাম শিবির। এদিন বরুণ চক্রবর্তীর অনবদ্য পারফরমেন্স অসংখ্য প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। সূত্র বলছে, ক্রিকেটের লিস্ট-এ কেরিয়ারের সেরা বোলিং দাপট শুক্রবারের ম্যাচেই দেখিয়েছিলেন চক্রবর্তী।
বিনা উইকেটে সহজ জয় পেয়েছে তামিলনাড়ু
22 ওভার চলাকালীন 10 উইকেট হারিয়ে তামিলনাড়ুকে 72 রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল মিজোরাম। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ব্যর্থতা ঢাকতে চাইলেও তামিলনাড়ুর বোলিং দাপট মিজোরামের সেই ইচ্ছা পূরণ হতে দেয়নি। এরপর শত্রু শিবিরের বেঁধে দেওয়া লক্ষ্য সুনিশ্চিত করতে মাঠে নেমেই আক্রমণাত্মক ভঙ্গি দেখাতে শুরু করে সাই কিশোরেরা। শেষ পর্যন্ত মাত্র 10 ওভারে 10 উইকেট হাতে রেখে 75 রান তুলে সহজ জয় পায় তামিলনাড়ু। স্বপ্ন ভাঙে চোপড়াদের।
প্রসঙ্গত, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। আর সেই রণক্ষেত্রে ভারতের অন্যতম সৈনিক হিসেবে বরুন চক্রবর্তীর নাম কার্যত নিশ্চিত করে ফেলেছে নির্বাচন কমিটি। ধারণা করা হচ্ছে, সূর্যকুমারের দলে নিজের জায়গা পোক্ত করতেই বিজয় হাজারের ম্যাচগুলিতে জ্বলে উঠেছেন বরুণ। সেই সাথে ইংল্যান্ড বাহিনীর বিরুদ্ধে দাপট অব্যাহত রাখতে আগেভাগে ঘরোয়া ক্রিকেট ম্যাচ গুলিতে শত্রু শিবিরে আক্রমণ শানিয়ে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন 33 বছর বয়সী স্পিনার।