তাঁকে বাদ দিয়ে ভুল করেনি KKR, প্রমাণ করে দিলেন খোদ নীতীশ রানা

Published on:

nitish rana kkr

কৌশিক দত্ত, কলকাতাঃ একসময় কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অধিনায়ক ছিলেন নীতীশ রানা। ২০২৩-এ শ্রেয়স আইয়ারের অনুস্পস্থিতিতে KKR-র ব্যাটন ধরেন তিনিই। কিন্তু এবার শ্রেয়স আইয়ার সহ তাঁকেও রিলিজ করেছে KKR। আইপিএলের নিলামে নাইট শিবির শ্রেয়স আইয়ারের জন্য দর তুললে নীতীশ রানার জন্য দর হাঁকায়নি। তারপরই নীতীশ রানার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন ‘আনুগত্য অত্যন্ত দামি। সবাই সেই দামটা দিতে পারে না।’ এই পোস্ট যে KKR-কে উদ্দেশ্য করেই ছিল, তা ধরেই নেন কলকাতার ফ্যানেরা। নীতীশ রানার সামনে সুযোগ ছিল KKR-র সিদ্ধান্তকে ভুল প্রমাণ করার। কিন্তু তিনি তা করতে পারলেন না। আর এই কারণেই এবার তাঁকে কটাক্ষ শুরু করে দিয়েছে কলকাতার সমর্থকরা।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ফের ব্যর্থ নীতীশ রানা

WhatsApp Community Join Now

আসলে, নীতীশ রানা বর্তমানে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলছেন। IPL মেগা নিলামের সময় থেকে এখনও অবধি তিনি পাঁচটি T20 ম্যাচ খেলেছেন। জাড় মধ্যে চারটিতেই ইনি ব্যর্থ। একটি ম্যাচেই তিনি রান পেয়েছিলেন। সেটি ছিল মণিপুরের বিরুদ্ধে। দুর্বল দলের বিরুদ্ধে তিনি ৭ বলে ২০ রানে অপরাজিত ছিলেন। এমনকি আজ জম্মু কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচে প্রথম বলেই শূন্য রানে আউট হন তিনি। আর এরপর থেকেই KKR সমর্থকরা নীতীশ রানাকে কটাক্ষ করা শুরু করেছেন।

এক KKR সমর্থক সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে বলেন, ‘কী হল রানাজি? আনুগত্য দেখা যাচ্ছে না।’ আরেকজন লেখেন ‘আনুগত্যের দাম বেশি। কিন্তু স্কোর কম।’ অন্য আরেকজক কটাক্ষ করে বলেন, ‘আনুগত্য তো সস্তা।’ সোশ্যাল মিডিয়ায় নীতীশ রানার বিরুদ্ধে নেটিজেনদের এমন মন্তব্য এটাই প্রমাণ করছে যে, ক্রিকেটারের স্ত্রী এমন ভারী মন্তব্য করার আগে তাঁর স্বামীর ফর্ম নিয়ে যদি একটু পরামর্শ দিতেন।

টিম ইন্ডিয়ার হয়ে নীতীশ রানারা কেরিয়ার

উল্লেখ্য, নীতীশ রানা ২০২১ সালে ভারতীয় দলে অভিষেকের সুযোগ পেয়েছিলেন। ২৩ জুলাই ২০২১ সালে ভারতের হয়ে প্রথম এবং শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। সেই ম্যাচে ১৪ বলে ৭ রান করে আউট হন। এরপর ২০২১ এর ২৮ জুলাই T20-তে অভিষেক হয় নীতীশ রানার। মাত্র ২ ম্যাচ খেলেছিলেন তিনি। ওই দুই ম্যাচে মাত্র ১৫ রানই করেছিলেন। তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ৯।

KKR-র হয়ে নীতীশ রানার কেরিয়ার

নীতীশ রানা ২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন। KKR-র হয়ে তিনি ১০৮ ম্যাচে ২৮.৬৫ এর গড়ে ২৬৩৬ রান করেছেন তিনি। এর মধ্যে ১৮ টি অর্ধশত রান রয়েছে। তাঁর সর্বোচ্চ স্কোর হল ৮৭। এছাড়াও তিনি বল হাতে ১০টি উইকেটও নিয়েছেন। আসলে নীতীশ রানা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। দীর্ঘ ব্যর্থতার জেরে তিনি যেমন ভারতীয় দলে সুযোগ পাননি। তেমনই KKR-র হয়ে বড়সড় কিছু না করতে পারায় নাইট শিবির তাঁকে ছেঁটে ফেলেছে। তবে তিনি নিজেকে প্রমাণ করতে আবারও ব্যর্থ হয়েছে।

সঙ্গে থাকুন ➥
X