সে থাকলেই ম্যাচ যেতে KKR! সুহানা নয়, শাহরুখের লাকি চার্ম অন্য কেউ, কে এই সুন্দরী?

Published on:

KKR wins matches only when she is there, who knows this woman who is with Shah Rukh Khan and Suhana?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইডেন হোক কিংবা মুম্বইয়ের ঘরের মাঠ, KKR-এর ম্যাচ থাকলে বেশিরভাগ সময়েই তাঁর দেখা মেলে। নাইট ভক্ত-সমর্থকদের কাছে তিনি এক রহস্যময়ী নারী! শাহরুখ খান, মেয়ে সুহানা ও ম্যানেজার পূজা দাদলানির পাশেই দেখা যায় তাঁকে। শোনা যায়, তিনি এলেই নাকি কলকাতা নাইট রাইডার্সের মঙ্গল! খোদ কিং খান নাকি মনে করেন, এই সুন্দরী রমণী স্টেডিয়ামে থাকলে নাকি নাইটরা চার্ম পায়! কিন্তু কে তিনি? কেনই বা কলকাতার ম্যাচে শাহরুখ পরিবারের সাথে দেখা মেলে তাঁর?

জেনে নিন রহস্যময়ী সুন্দরীর আসল পরিচয়

কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ থাকলেই স্টেডিয়ামের স্পেশাল বক্সে উপস্থিত থাকবেন খান পরিবার। কিং খান ও তাঁর পরিবারের পাশাপাশি প্রিয় দলের ম্যাচ উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত হন শাহরুখ খানের পরিচিত থেকে শুরু করে আত্মীয় প্রায় সকলেই। নাইটদের বেশিরভাগ ম্যাচে লক্ষ্য করা যায় শাহরুখ কন্যা সুহানার দুই বান্ধবীকে।

তাঁদের একজনকে ভক্তরা খুব ভালভাবে চেনেন। তিনি বলিউড স্টার চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পান্ডে। কিন্তু যাঁকে নিয়ে কথা হচ্ছে সেই রহস্যময়ী নারীর আসল পরিচয় কী? খোঁজ নিয়ে জানা গেল, তিনিও সুহানার খুব কাছের এক বান্ধবী। সুহানার প্রায় সমবয়সী রহস্যময়ী নারী পেশায় একজন মডেল ও অভিনেত্রী।

তাঁর নাম শানায়া কাপুর। ছোট থেকেই তিনি খান পরিবারের সাথে নাইটদের ম্যাচে উপস্থিত থাকেন। একবার এক সাক্ষাতকারে, শাহরুখ নিজেই বলেছিলেন, সুহানা-শানায় তাঁর লাকি চার্ম। তাঁরা দুজনেই উপস্থিত থাকলে KKR ম্যাচ জেতে!

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: জামাইকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ! শাহিনের উপর রেগে লাল আফ্রিদি

অভিনয় জগতে বেশ নাম ডাক রয়েছে শানায়ার

সম্প্রতি অভিনয় জগতে পা রেখেছেন শানায়া। পাশাপাশি মডেলিং জগতেও তিনি বেশ পরিচিত। ইনস্টাগ্রামে তার অনুগামীর সংখ্যা আড়াই মিলিয়নেরও বেশি। বলা বাহুল্য, শশাঙ্ক খৈতানের বেধড়ক ছবির হাত ধরে বলিউডে পা রাখেন শানায়া। পরবর্তীতে, টাইগার শ্রফ অভিনীত ছবি স্ক্রু ঢিলা ও ভ্রুশাভা মুভিতেও অভিনয় করেছেন শাহরুখ কন্যা সুহানার ছেলেবেলার বান্ধবী শানায়া।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥