বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL শুরু হতে ঠিক 13 দিন বাকি। এহেন আবহে ঘরের মাঠে ম্যাচ নিয়ে বড়সড় ধাক্কা খেলো কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)! জানা যাচ্ছে, 22 মার্চ KKR বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম ম্যাচ ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে সুষ্ঠুভাবে গড়ালেও 6 এপ্রিলের ম্যাচ নিয়ে চাপ বেড়েছে নাইট শিবিরে। খোঁজ নিয়ে জানা গেল, বেশ কিছু সমস্যার কারণে ইডেন থেকে সরতে পারে ম্যাচ!
6 এপ্রিলের ম্যাচ নিয়ে চাপে KKR?
বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টের ম্যাচ রয়েছে আগামী 6 এপ্রিল, রবিবার। সূত্র বলছে, এই ম্যাচ নিয়েই চাপ বেড়েছে নাইট শিবিরে। নেপথ্যে কোন কারণ? বেশ কিছু রিপোর্ট মারফত খবর, লখনউয়ের বিপক্ষে মাঠে নামার দিন ধর্মীয় উৎসবের কারণে কার্যত বাতিল হতে পারে ইডেনের হাই ভোল্টেজ ম্যাচ।
কেন বাতিলের পথে KKR বনাম লখনউয়ের ম্যাচ?
জানা যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টের ম্যাচের দিনই তিথি অনুযায়ী পড়েছে রামনবমী। আর সেই কারণকে সামনে রেখে কলকাতার যানজট ও নিরাপত্তার প্রশ্নে ইডেনের ম্যাচ নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। সূত্র বলছে, শহর কলকাতায় রামনবমীর শোভাযাত্রা থেকে শুরু করে অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা এবং ম্যাচের নিরাপত্তা দুই জায়গাতে একসাথে নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখতে পিছিয়ে এসেছে কলকাতা পুলিশ।
বেশকিছু সংবাদমাধ্যম দাবি করেছে, কলকাতা পুলিশ নাকি ইতিমধ্যেই KKR বনাম লখনউয়ের ম্যাচের দিন নিরাপত্তা দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। জানা যাচ্ছে, নিরাপত্তার প্রশ্ন তুলে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কাছেও চিঠি পাঠানো হয়েছে কলকাতা পুলিশের তরফ। যেখানে স্পষ্ট করে জানানো হয়, 6 এপ্রিলের ম্যাচ চলাকালীন পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না কলকাতা পুলিশ।
6 এপ্রিল ম্যাচের ভাগ্য কী?
মূলত কলকাতা শহর জুড়ে রামনবমী উৎসব ঘিরে বিভিন্ন শোভাযাত্রা ও অনুষ্ঠান গুলিতে নিরাপত্তার স্বার্থে কলকাতা বনাম লখনউ ম্যাচে নিরাপত্তা দিতে পারবে না কেপি। এখন প্রশ্ন, তাহলে কী সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে ম্যাচ? সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্য ক্রীড়া মন্ত্রকের তরফে সমস্যা সমাধানের আশ্বাস মিলেছে।
অবশ্যই: ফাইনালের আগেই দায়িত্ব ঝেড়ে ফেললেন টিম ইন্ডিয়ার বিশ্বস্ত তারকা!
তবে রামনবমীর পাশাপাশি ইডেনের ম্যাচে কতটা নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে তা নিয়ে জল্পনার জল যথেষ্ট গড়িয়েছে। এমতাবস্থায়, এখন রাজ্য ক্রীড়া মন্ত্রকের সিদ্ধান্তের ওপরই নজর রয়েছে নাইট শিবিরের। বলা বাহুল্য, 25 মে বহু প্রতীক্ষিত IPL ফাইনাল অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেন্সেই।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |