বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ড সিরিজে ভারতের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন টিম ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটসম্যান কে এল রাহুল। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও নিজের ব্যাটের জাদু দেখিয়েছেন তিনি। এবার খেল দেখাবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে। আর তার আগেই কে এলকে নিয়ে বেড়েছে জল্পনা। শোনা যাচ্ছে, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দল বদল হতে পারে তাঁর। সূত্রের খবর, 2026 IPL মরসুমে KKR দলের অধিনায়ক হতে পারেন রাহুল (KKR New Captain)!
রাহুলের সাথে কথা বলেছে নাইট ম্যানেজমেন্ট?
inkhabar এর প্রতিবেদন অনুযায়ী, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়াতে সেনাপতি বদলাতে পারে শাহরুখ খানের দল। রিপোর্ট অনুযায়ী, খুব সম্ভবত অজিঙ্কা রাহানের বদলে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক হতে পারেন কে এল রাহুল। মনে করা হচ্ছে, ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যানের সাম্প্রতিক দুর্দান্ত ফর্ম এবং তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে সামনে রেখে হয়তো IPL 2026 এ নাইট শিবিরকে নেতৃত্ব দিতে পারেন তিনি।
বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্রের দাবি, ইতিমধ্যেই নাকি কে এল রাহুলের সাথে যোগাযোগ করেছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। আসন্ন মরশুমে রাহুলকে দলে নেওয়ার বিষয়েও নাকি আলোচনা হয়েছে দুপক্ষের। বিশেষজ্ঞরা বলছেন, পাঞ্জাব কিংস এবং লখনউ সুপার জয়েন্টসের মতো দলে অধিনায়কত্ব করার কারণেই রাহুলকে নেতা হিসেবে চাইছে শাহরুখের দল।
অবশ্যই পড়ুন: ‘আমি ওর রাজনৈতিক কেরিয়ার নষ্ট করতে চাই না!’ মোদির উদ্দেশ্যে বিরাট মন্তব্য ট্রাম্পের
কে রাহুলকে কেন অধিনায়ক করতে চাইছে KKR?
আসলে শ্রেয়স আইয়ারকে বিদায় দেওয়ার পর গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক ছিলেন অভিজ্ঞ অজিঙ্কা রাহানে। একজন ব্যাটসম্যান হিসেবে নিজেকে মেলে ধরার চেষ্টা করলেও বিভিন্ন ক্ষেত্রে অধিনায়ক হিসেবে ব্যর্থ হয়েছিলেন তিনি। অভিজ্ঞ মহলের দাবি, রাহানে আসলে KKR দলটাকে বুঝে উঠতে বেশি সময় নিয়ে ফেলেছিলেন। তাছাড়াও প্লেয়ারদের মনোভাব বুঝে তাদের সাথে চলাটাও রাহানের পক্ষে কঠিন হয়ে উঠেছিল। যার কারণে 2024 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জয়ী দলটার অবস্থা গত সিজেনে কার্যত ধরাশায়ী হয়ে গিয়েছিল। অনেকেই মনে করছেন, অজিঙ্কাকে সরিয়ে রাহুলকে অধিনায়ক করলেই নতুন সিজনে ঘুরে দাঁড়াতে পারবে শাহরুখের দল।