লর্ডসে রাহুলের দাদাগিরি! শতরান হাঁকিয়েই গড়লেন একাধিক রেকর্ড

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটের মক্কায় ফের নিজেকে প্রমাণ করলেন ভারতের তারকা ক্রিকেটার কে এল রাহুল। 2021 সালের পর ফের একই রণক্ষেত্রে, একই প্রতিপক্ষের বিরুদ্ধে দুর্দান্ত এক শতরানের নজির গড়লেন রাহুল। যার জেরে আবারও প্রমাণ হয়ে গেল, শান্ত স্বভাবের, ধৈর্যশীল ওই ছেলেটাই বাজি না ধরেও ব্যাটে ঝোড়ো হাওয়া তুলতে পারে।

বলে রাখি, লর্ডসে ইংলিশ বোলারদের ছাতু করে একের পর এক বাউন্ডারির দৌলতে গতকাল 10ম টেস্ট শতরান হাঁসিল করেন রাহুল। তবে এখানেই থেমে থাকেনি রাহুলের সাফল্যের রেল গাড়ি। মালগাড়িসম গতিতে ইংলিশদের ঘরের মাঠে দাপট দেখিয়ে সেঞ্চুরি গড়ার পাশাপাশি একাধিক রেকর্ডেও নাম জড়িয়েছেন টিম ইন্ডিয়ার এই ভরসাযোগ্য ক্রিকেটার।

লর্ডস টেস্টেই রাহুলের একাধিক কীর্তি

গতকাল ইংলিশদের ঘরের মাঠে 177 বলে 13টি বাউন্ডারি সহযোগে 100 রান তোলেন টিম ইন্ডিয়ার অন্যতম বড় অস্ত্র রাহুল। তবে রানের ফুলঝুরি দেখিয়েই থেমে থাকেননি তিনি। লর্ডসে টেস্টের দ্বিতীয় সেঞ্চুরি গড়ে 2021 সালের 129 রানের ইনিংসের পর ফের নিজেকে প্রমাণ করলেন কে এল।

শুধু তাই নয়, লর্ডসের মাঠে টানা দ্বিতীয়বারের জন্য সেঞ্চুরির কারণে এবার কিংবদন্তি ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকারের পাশেই জায়গা হল তাঁর। তবে বলে রাখি, ভারতীয় তারকার কাছে এখনও সুযোগ রয়েছে। পরবর্তী ইনিংসে রাহুল যদি সেঞ্চুরি করতে পারেন সে ক্ষেত্রে বেঙ্গসরকারের 3 সেঞ্চুরির সম রেকর্ড করবেন তিনি।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: নেটওয়ার্ক ছাড়াই কল! ভারতে এল Infinix-র সস্তার 5G Plus স্মার্টফোন, দেখুন ফিচার্স

বলা বাহুল্য, গতকাল ইংলিশদের বিরুদ্ধে সেঞ্চুরির হাত ধরে রাহুল লর্ডসের মাঠে দুই বা তার বেশি শতরান করা দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হলেন। একই সাথে গতকালের ওই এক শতরানের দৌলতেই চতুর্থ বিদেশি ব্যাটসম্যান হিসেবে লর্ডসের মাঠে দুটো টেস্ট সেঞ্চুরি করা ক্রিকেটার হিসেবে নিজের নাম তুলে ধরলেন ভারতীয় তারকা।

বলে রাখি, এর আগে এই তালিকায় ছিলেন অস্ট্রেলিয়ার বিল ব্রাউন, দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ ও ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজরা। এছাড়াও লর্ডসে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে আরও একাধিক নতুন কীর্তি করেছেন কে এল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥