বিরাটের সবচেয়ে কাছের বন্ধু, সম্পত্তিতে তাঁর ধরে কাছে নেই অনেকেই! আছে IPL টিমও

Published on:

Know about Virat Kohli Friend Net Worth

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিরাট কোহলির ব্যক্তিগত জীবন থেকে শুরু করে মোট সম্পদের পরিমাণ, প্রায় সব নিয়েই ভক্তদের হৃদয়ে উথাল পাথাল কৌতুহল। তারকা কোথায় যাচ্ছেন, কী খাচ্ছেন, কোন গাড়িতে চড়ছেন, এমনকি কাদের সাথে ওঠাবসা করছেন! সবটাই যেন চোখে চোখে রাখেন ভক্তরা। শুধু তাই নয়, চিকুর ফ্যানেদের আগ্রহ রয়েছে তাঁর বন্ধুদের নিয়েও।

তবে ভারতীয় মহা তারকার সবচেয়ে কাছের বন্ধুদের মধ্যে এমন একজন রয়েছেন, যাঁকে প্রায়শই ক্রিকেট, ফুটবল নিয়ে মেতে থাকতে দেখা যায়। বলা ভাল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের দল রয়েছে তাঁর। শুধু তাই নয়, ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় লিগ ISL-রও এক সেরা দলের মালিক তিনি। সর্বোপরি, বিরাট কোহলি যে ইন্ডিয়ান স্পোর্টস অনার অ্যাওয়ার্ড শো আয়োজন করে আসছেন, সেই ইভেন্টেও অংশীদারিত্ব রয়েছে বন্ধুর সংস্থার। চেনেন তাঁকে?

বিরাটের কাছের বন্ধুর সম্পত্তির পরিমাণ

অনেকেই হয়তো জানেন না, বিরাট কোহলি যে ইন্ডিয়ান স্পোর্টস ওনার আয়োজন করে আসছেন তাতে অংশীদারিত্ব রয়েছে বন্ধু সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানি RPSG গ্রুপের। হ্যাঁ, ভারতীয় মহা তারকার সবচেয়ে কাছের বন্ধুদের মধ্যে একজন হলেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। তিনি যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম পরিচিতি দল লখনউ সুপার জায়ান্টসের মালিক সে কথা জানতে বাকি নেই কারোরই।

তবে শুধু ক্রিকেট দলই নয়, ভারতের বৃহত্তম ফুটবল লিগ ISL এর অন্যতম সফল দল মোহনবাগান সুপার জায়ান্টও তাঁরই মালিকানাধীন। বলে রাখি, RPSG গ্রুপের কর্ণধার তথা বিরাটের অন্যতম বড় শুভাকাঙ্ক্ষী, বলা ভাল কাছের বন্ধু সঞ্জীব গোয়েঙ্কার বর্তমান সম্পদের পরিমাণ 33,000 কোটি টাকা। ফোর্বস বিলিয়নেয়ারসের 2023 সালের তালিকায় 1434 নম্বরের হয়েছেন গোয়েঙ্কা। তবে ভারতের ধনী 200 জনের প্রথম তালিকায় কোহলি বন্ধু সঞ্জীবের অবস্থান 65 নম্বরে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: আধার কার্ড নিয়ে একাধিক কঠিন নিয়ম চালু করতে চলেছে UIDAI, না জানলেই বিপদ

প্রসঙ্গত, একাধিক রিপোর্ট অনুযায়ী, ভারতীয় মহতারকা বিরাট কোহলির মোট সম্পদের পরিমাণ যেখানে 1050 কোটি টাকা, সেই পর্বে দাঁড়িয়ে বন্ধু সঞ্জীব গোয়েঙ্কার IPL দল লখনউ সুপার জায়ান্টসের বর্তমান মার্কেট ভ্যালু 7,800 কোটি টাকারও বেশি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥