বাবা ইলেকট্রিক মিস্ত্রি, সংসার চালাতেন ছেলেবেলার কোচ! তিলক বর্মার কাহিনী কাঁদিয়ে দেবে

Published on:

Know some unknown stories of indian cricketer tilak varma

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টানাটানির সংসারে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখাটা নিছকই মুর্খামি! দারিদ্রতার বেড়াজাল ছাড়িয়ে দূরের মাইলফলক ছোঁয়ার স্বপ্ন দেখতে গিয়ে অবচেতন মনে এমন সমগোত্রীয় চিন্তার উদয় হবে সেটাই স্বাভাবিক। তবে যাঁরা সেই মুর্খামিকে প্রশ্রয় দিয়েছেন, মাইলস্টোন ছোঁয়ার সাহসী স্বপ্ন পূরণ হয়েছে শুধু তাঁদেরই। ভারতের বহু উজ্জ্বল নক্ষত্রের মাঝে অল্প পরিসরে হলেও জায়গা হয়েছে সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজের নায়ক তিলক বর্মারও (Tilak Varma)। হ্যাঁ, ইলেকট্রিক মিস্ত্রির অভাবের সংসার থেকে বেড়ে ওঠা তিলক আজ নতুন প্রজন্মের অনুপ্রেরণা। জানুন ভারতীয় ক্রিকেটারের কিছু অজানা কাহিনী।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

চরম দারিদ্রতা থেকে সফল ভারতীয় ক্রিকেটার!

বাবা ইলেকট্রিক মিস্ত্রি। দিন আনা-দিন খাওয়ার সংসার। তবে চরম অভাবের মধ্যেও টিমটিম করে জ্বলছিল স্বপ্নের প্রদীপ। মনের গভীরে জেঁকে বসেছিল ক্রিকেটার হওয়ার প্রবল ইচ্ছা। আর সেই ইচ্ছেতে শান দিয়েই হায়দরাবাদের তিলক আজ ভারতের গর্ব। গত ইংল্যান্ড ম্যাচের নায়ক বর্মাকে নিয়ে মুখ খুলেছেন বাবা নাম্বূরি নাগারাজু। কীভাবে কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে ভারতীয় দলে জায়গা হয়েছে তিলকের, তার একটা ক্ষুদ্র অংশ তুলে ধরেছেন ভারতীয় তারকার বাবা। রইল বিস্তারিত।

বাবার চোখে ছেলের অসাধ্য সাধন

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিলকের বাবা নাগারাজু বলেন, আমার কথা ভুলে গেলেও ক্ষতি নেই। কিন্তু কখনই তিলকের স্যারের কথা ভুলবেন না। জানা যায়, ভারতীয় ক্রিকেটার তিলক বর্মার জাত চিনেছিলেন খেলোয়াড়ের ছেলেবেলার কোচ সালাম বায়াশ। খেলাধুলার পাশাপাশি তিলকের পরিবারের আর্থিক সমস্যাতেও ভরসার কাঁধ হয়ে দাঁড়িয়েছিলেন কোচ সালাম। বর্মার বাবার কথায়, স্যার সালামকে ভগবানের মতো শ্রদ্ধা করেন তিলক।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ছেলের গল্প বলতে গিয়ে বাবা আরও বলেন, ক্রিকেটার হওয়ার স্বপ্নটা একেবারে ছোট থেকেই ওর মনে জেঁকে বসেছিল। ঘুমোতে যাওয়ার সময়েও নাকি ব্যাট নিয়েই শুতে যেতেন তিলক। স্বপ্ন দেখতেন বড় মাপের ক্রিকেটার হওয়ার। এখন তাকে নিয়ে স্বপ্ন বুনছে গোটা দেশ। বলা বাহুল্য, বর্তমানে ছেলের সাফল্য খুশির জোয়ার এনেছে পরিবারেও। আইপিএলের দৌলাতে কোটি টাকা ঘরে তুলেছেন তিলক। মোটা অঙ্কের মুখ দেখায় বহু আগেই দূরে সরে গিয়েছে দারিদ্রতা।

অবশ্যই পড়ুন: চ্যাম্পিয়নস ট্রফির আগে অনুশীলন ম্যাচ, চেনা শত্রুর মুখোমুখি হবে টিম ইন্ডিয়া, কবে খেলা?

মুম্বইয়ের হাত ধরে IPL-এ কোটি টাকা হাতে আসে বর্মার

ভারতের তরুণ প্রতিভার ফর্মকে কাজে লাগাতে চেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ফ্রাঞ্চাইজি। সেই সূত্র ধরেই 2022 IPL মরসুমে 1.7 কোটি দিয়ে তিলক বর্মাকে দলে টানে MI। বলে রাখা ভাল, এটিই ছিল বর্মার IPL কেরিয়ারের শুভারম্ভ। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দলকে সেভাবে সঙ্গ দিতে পারেননি বর্মা। পরবর্তীতে 2023 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটেও অভিষেক হয় তিলকের।

তবে খেলোয়াড় তাঁর জলবা দেখিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার মাটিতে। চলতি ইংল্যান্ড সিরিজেও দুর্দান্ত ফর্মে রয়েছেন তিলক। ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টির প্রথম ম্যাচে সেভাবে জায়গা করে উঠতে না পারলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে 72 রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থেকেছেন বর্মা। যার জেরে ভারতের সামনে উপরে গিয়েছে বাটলারদের লাল চোখ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group