বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL-এ অনবদ্য পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পাওয়া ছেলেটা এখন ভারতীয় ক্রিকেটে চমক দেখাচ্ছে। হ্যাঁ, 2021 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরসুমের ফর্মকে পুঁজি করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জাতীয় দলে অভিষেক হয়েছিল বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy)। তবে দুঃখের বিষয় সেবার গ্রুপ পর্বের একটি ম্যাচেও উইকেট তুলতে পারেননি তিনি।
তবে সেই 20 ওভারের সিরিজের সাথে যে চলতি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের কোনও মিল নেই তা এখন সর্বজনবিদিত। কিউইদের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় বারের জন্য জায়গা পেতেই নিজের জাত চিনিয়েছেন বরুণ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 উইকেট তুলে দুবাইয়ের 22 গজের প্রচলিত ধারণা বদলে ফেলেছেন চক্রবর্তী। কিন্তু ভারতের হয়ে মাত্র দুটি ওয়ানডে ম্যাচে অংশ নেওয়া এই তারকার সম্পত্তির পরিমাণ জানলে চমকে যাবেন সকলেই। চলুন জেনে নিই ভারতের কীর্তিমান ক্রিকেটারের বর্তমান সম্পদের পরিমাণ।
ক্রিকেটার নয়, পরিচালক হওয়ার স্বপ্ন ছিল বরুণের
রবিবারের নিউজিল্যান্ড ম্যাচের নায়ক বরুণ চক্রবর্তীর ক্রিকেটার হওয়ার ইচ্ছাই ছিল না। হ্যাঁ, 22 গজে নামার কোনও রকম পরিকল্পনাই ছিল না বরুণের বরং হতে চেয়েছিলেন মুভি মেকার। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চক্রবর্তী বলেন, আমি ক্রিকেট খেলা শুরু করি 26 বছর বয়সে। সেই সময় ক্রিকেটের প্রতি ঝোঁকটা খুব বেশি ছিল।
তবে তার আগে ক্রিকেট নিয়ে কোনও রকম মাথা ব্যথা ছিল না আমার। স্থপতি হতে চেয়েছিলাম। সিনেমা বানাতে চেয়েছিলাম। তবে তা হয়নি। 26 বছর বয়সের পর থেকে ক্রিকেট নিয়েই সবকিছু। স্বপ্ন দেখেছিলাম বড় ক্রিকেটার হওয়ার। আর সেটাই ধীরে ধীরে সত্যি হচ্ছে।
মাত্র দুটি ওয়ানডে খেলেই সম্পদের পাহাড় বানিয়ে ফেলেছেন বরুণ! | Varun Chakravarthy’s Net Worth |
বেশ কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শ্রীলঙ্কার বিরুদ্ধে জাতীয় দলে অভিষেক হওয়া বরুণ চক্রবর্তী এখনও পর্যন্ত 18টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে 7-এর বেশি ইকোনোমিতে 33টি উইকেট ভেঙেছেন বরুণ। সূত্র বলছে, পাঞ্জাবের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হওয়া, চক্রবর্তীর বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় 45 কোটি টাকা। জানা যাচ্ছে, IPL-এর পাশাপাশি মাত্র 2টি ওয়ানডে ও 18টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেই এই বিপুল সম্পত্তি বানিয়েছেন তামিলনাড়ুর এই ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন বরুণ?
চেনা শত্রু অজিদের বিরুদ্ধে সেমিফাইনাল পাকা হওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ার ছেলেদের বিপক্ষে বরুন চক্রবর্তীর খেলাটাও একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল রবিবার কিউই বধের পর। এদিন দুবাইয়ের মাটিতে দাঁড়িয়ে বলে বলে কিউইদের উইকেটে দখল জমিয়েছেন বরুণ। রবির নিয়ম রক্ষার ম্যাচে চক্রবর্তীর ঝুলিতে এসেছিল মোট 5টি উইকেট।
অবশ্যই পড়ুন: শিক্ষা পাবে অজিরা! রোহিত-বিরাটদের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামছেন শচীনও
চ্যাম্পিয়নস ট্রফির অভিষেক ম্যাচে খেলোয়াড়ের এমন কীর্তি দেখার পর ভারতীয় বোর্ড কর্তারা যে তাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে রাখবে এ কথা একপ্রকার নিশ্চিত। কাজেই অস্ট্রেলিয়ান ব্যাটারদের শায়েস্তা করতে আজ দুবাইয়ের 22 গজে ঠিক কী চাল চালেন চক্রবর্তী, এখন সেটাই দেখার।