বিক্রম ব্যানার্জী, কলকাতা: মেলবোর্নে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) বিতর্কিত আউট নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দলের ভার বহনকারী ক্রিকেটারের পরাজয়ে দুঃখের দিন দেখেছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে জয়ের আশাও ভেঙে গুঁড়িয়ে গিয়েছে রোহিত বাহিনীর। আর এই সবই হয়েছে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের সিদ্ধান্তে। হ্যাঁ, মেলবোর্ন টেস্টের শেষ দিনে থার্ড আম্পায়ার সৈকতের বড় পদক্ষেপ ভারতীয়দের বুকে চিনচিনে ব্যথার জন্ম দিয়েছে।
বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলার বড় সিদ্ধান্ত
দলের ভরসার কাঁধেরা যখন একে একে ব্যাট গুটিয়ে সাজঘরে ফিরছেন, ঠিক সেই মোক্ষম সময়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের ওপর সঁপে দিয়েছিলেন ভারতের তরুণ প্রতিভা। এদিন ব্যাট হাতে যশস্বীর দাপট ভারতীয় দলকে মাটি আঁকড়ে ধরে থাকতে শিখিয়েছিল। কামিন্স বাহিনীকে ব্যাটের ঝোড়ো হাওয়া দেখিয়ে যখন 84 রানের সিঁড়িতে উঠে বসেছেন ভারতীয় তারকা, এমন সময়ে 71তম ওভারে অজি অধিনায়ক কামিন্সের দুরন্ত বলে ব্যাট চালিয়ে বসেন যশস্বী। বল গিয়ে ধরা দেয় অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে।
এরপরই উইকেটের আবেদন জানায় অস্ট্রেলিয়া। তবে অজিদের অনুরোধে সায় দেননি ফিল্ড আম্পায়ার। আবেদনে কাজ না হওয়ায় রিভিউ চান কামিন্স। সিদ্ধান্ত জানানোর দায়িত্ব গিয়ে পড়ে ম্যাচের থার্ড আম্পায়ার তথা বাংলাদেশের শরফুদ্দৌলা সৈকতের ওপর। অস্ট্রেলিয়ানদের কথায় উইকেটের সম্ভাবনা খতিয়ে দেখতে, চালানো হয় রিপ্লে। আর তাতেই সাফল্য আসে অজি ব্রিগেডে।
অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে মদদ দিয়ে জয়সওয়ালের আউট নিশ্চিত করেন বাংলাদেশের আম্পায়ার। তবে কামিন্সের বল আদৌ ভারতীয় তারকার গ্লাভসে লেগেছিল কিনা তা নিয়ে যথেষ্ট সংশয়ে রয়েছে। তা সত্ত্বেও স্কিনো না দেখে সিদ্ধান্ত জানিয়ে বসেন আম্পায়ার। আর এই ঘটনার পর থেকেই চতুর্থ টেস্টে ভারতের ভিলেন হয়েছেন বাংলাদেশের আম্পায়া শরফুদ্দৌলা সৈকত।
কে এই শরফুদ্দৌলা সৈকত? Who Is Sharfuddoula ?
মেলবোর্নে ভারতের পথে বাধ সেঁধেছিলেন যেই থার্ড আম্পায়ার, তিনি আসলে এক প্রাক্তন বাংলাদেশি ক্রিকেটার। হ্যাঁ, বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন শরফুদ্দৌলা। 1994 সালে জাতীয় দলের হাত ধরে প্রথম ক্রিকেট জগতে পা রাখেন সৈকত। সেবার পদ্মা পাড়ের দল বাংলাদেশের হয়ে 3টি ম্যাচ খেলেছিলেন তিনি। 2000 ও 2001 সালে মোট 10টি প্রথম শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়েছিলেন সৈকত। এছাড়াও কেনিয়ায় আইসিসি ট্রফিতেও জায়গা হয়েছিল তাঁর। তবে ছোট ক্রিকেট কেরিয়ারে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি মেলবোর্নে ভারতের খলনায়ক।
শরফুদ্দৌলা সৈকতের আম্পায়ারিং কেরিয়ার | Sharfuddoula Saikat Umpiring Career |
2007 সালে ওপার বাংলার বরিশাল বনাম সিলেটের ম্যাচ দিয়েই আম্পায়ারিং কেরিয়ারে আত্মপ্রকাশ শরফুদ্দৌলার। এই ঘরোয়া ম্যাচের 3 বছর পর 2010 সালে ভারত ও বাংলাদেশের ম্যাচে আম্পায়ারিং করেছিলেন তিনি। যা ছিল সৈকতের কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এরপর দীর্ঘ 8 বছর কাটিয়ে 2018 সালে জিম্বাবুয়ের মাটিতে ক্রিকেট বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে আম্পায়ারিং করার সুযোগ পান সৈকত।
এই ম্যাচের পর আর সেভাবে পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। 2019-এ টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ, 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ, 2022 মহিলা বিশ্বকাপসহ 2023 সালের অনূর্ধ্ব মহিলা বিশ্বকাপ এবং বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের তৃতীয় টি-টোয়েন্টিতে আম্পায়ার হিসেবে বিশেষ নজির গড়েছিলেন মেলবোর্নে জয়সওয়ালকে ফিরতি পথ দেখানো সৈকত।