বাতিলের পথে ইস্টবেঙ্গল, মোহনবাগানের ফিরতি ডার্বি! কারণ জানাল কলকাতা পুলিশ

Published on:

kolkata derby match may be cancelled

বিক্রম ব্যানার্জী, কলকাতাঃ ফিরতি লেগের কলকাতা ডার্বি (Kolkata Derby) দেখতে মুখিয়ে রয়েছেন বাংলার ফুটবল সমর্থকরা। তবে সম্ভাবনায় বুক বাঁধলেও আসন্ন কলকাতা ডার্বি এখন অনিশ্চিত। মূলত গঙ্গাসাগর মেলার ভিড় এড়াতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা না থাকায় ডার্বিটি এখন বাতিল হওয়ার পথে।

কোন পথে কলকাতা ডার্বির ভবিষ্যত?

WhatsApp Community Join Now

আগামী 11 জানুয়ারি ইস্টবেঙ্গল, মোহনবাগানের মধ্যে কলকাতা ডার্বির ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। সেই মতো মাঝ মাঠে খেলোয়াড়দের আক্রমণ প্রতি আক্রমণের দৃশ্য চাক্ষুষ করতে হাপিত্যেশ করে বসে রয়েছেন ফুটবল ভক্তরা। তবে সেই অপেক্ষায় এখন জল ঢালার জোগাড়।

কলকাতা ডার্বির অনিশ্চয়তার নেপথ্যে গঙ্গাসাগর মেলার গুরুত্ব প্রথমেই। বিধাননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, চলতি বছর শেষ হলেই আসন্ন জানুয়ারির 8 থেকে 17 তারিখ পর্যন্ত গঙ্গাসাগর মেলা আয়োজিত হওয়ার কথা। আর এই মেলাকে পাখির চোখ করেই নিশ্চিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে কলকাতা পুলিশ।

মূলত মেলায় ঘুরতে আসা মানুষের ভিড় ঠেকাতে মেলা প্রাঙ্গন নিরাপত্তার কড়া চাদরে ঘিরে ফেলবে পুলিশ। সে ক্ষেত্রে বাবুঘাট যেহেতু অন্যতম ট্রানজিট পয়েন্ট, তাই সেই অঞ্চলে বিশেষ নজরদারি চালাবে কলকাতা পুলিশের সদস্যরা।

কাজেই মেলায় ঘুরতে আসে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিরাট সংখ্যক পুলিশবাহিনী নিয়োগ করার কারণে আসন্ন 11 জানুয়ারি কলকাতা ডার্বির জন্য পর্যাপ্ত পুলিশ কর্মী নিয়োগ করতে পারবে না কলকাতা পুলিশ। যে কথা আগেই জানিয়ে রেখেছে তাঁরা।

বাতিল হচ্ছে কলকাতা ডার্বি?

পুলিশি নিরাপত্তার অভাবে একেবারে বাতিলের মুখে দাঁড়িয়ে কলকাতা ডার্বির ভবিষ্যৎ প্রসঙ্গে বাগান সচিব দেবাশীষ দত্ত জানান, কলকাতা ডার্বি আয়োজনের জন্য আপাতদৃষ্টিতে দুটো বিকল্প রাস্তা দেখতে পাচ্ছি। এই সমস্যাটি নিয়ে FSDL-এর সাথে আলোচনা করা হবে।

যেহেতু এটি মোহনবাগানের হোম ম্যাচ, সেক্ষেত্রে নিরাপত্তাজনিত অভাবের কারণে কলকাতার বাইরে এই ডার্বি ম্যাচ আয়োজন করার হতে পারে। সবুজ মেরুন কোচ আরও বলেন, এখনই কোনও সবুজ সংকেত পাওয়া যাচ্ছে না। ডার্বির তারিখ পিছিয়ে যেতে পারে। শেষ পর্যন্ত কলকাতা ময়দানে ম্যাচ খেলা হয় কিনা সেটাই দেখার।

উল্লেখ্য, 2024 ইন্ডিয়ান সুপার লিগ টুর্নামেন্টের প্রথম লেগ ডার্বি ম্যাচে শেষ হাসি হেসেছিল মোহনবাগান। যুবভারতীর রণক্ষেত্রে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে 2 গোলের মালা পরিয়ে 2-0 ব্যবধানে মাঠ ছাড়া করে বাগানের ছেলেরা। কাজেই সেই অপ্রাপ্তির যন্ত্রনা এবার আসন্ন কলকাতা ডার্বিতে কাটিয়ে ওঠার আমরণ চেষ্টা করবে অস্কার ব্রুজোর ঘুরে দাঁড়ানো দল।

সঙ্গে থাকুন ➥
X