Indiahood-nabobarsho

হঠাৎ কেন এমন দুরবস্থা হল KKR-র? কারণ জানলে রাগ হবে

Published on:

Kolkata Knight Riders are in a bad situation in the IPL 2025 season for these 4 reasons

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) এবারের ব্যর্থতা দেখে বোঝাই যাচ্ছে না, গতবার শাহরুখের এই দলই IPL কাপ কাঁধে তুলেছিল! অধিনায়ক শ্রেয়স আইয়ারের হাত ধরে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নের তকমা গায়ে মাখতেই তড়িঘড়ি যুদ্ধজয়ের কারিগর আইয়ারকেই ছাঁটাই করে নাইট ম্যানেজমেন্ট।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বদলে দীর্ঘ পরিকল্পনার পর KKR-র সেনাপতি পদে নিযুক্ত হন ভারতের অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্কা রাহানে। আর এর পর থেকেই হারের খরা কাটছেই না কলকাতার। চলতি সিজনে কিছুতেই পুরনো ছন্দে ফিরতে পারছেন না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। নেপথ্যে কি রাহানের নেতৃত্ব? নাকি অন্য কোনও কারণ? দেখে নিন।

KKR-র দুর্দশার নেপথ্যে রয়েছে ৪ বড় কারণ

IPL 2025 মরসুমে জয়ের ধারা অব্যাহত রাখার আশা নিয়ে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে 22 মার্চের উদ্বোধনী ম্যাচেই একেবারে ঘরের মাঠে বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে মুখ থুবড়ে পড়ে KKR। তবে পরবর্তীতে জয়ে ফিরলেও ফের লজ্জায় পড়েছে নাইট ব্রিগেড।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এ মরসুমে এখনও পর্যন্ত 8 ম্যাচের 5টিতে হার ও 3টি জয় নিয়ে কোনও মতে লড়াইয়ের টিকে রয়েছে কলকাতা। আর এখানেই প্রশ্ন উঠছে, গতবারের চ্যাম্পিয়নদের এমন দুর্দশার কারণ কী? বিশেষজ্ঞ মহলের দাবি, মূলত বেশ কিছু কারণে এবারের মরসুমে একেবারে গলদঘর্ম অবস্থা হয়েছে কিং খানের KKR-র।

রাহানের খাপছাড়া নেতৃত্ব!

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাহানের হাতে দায়িত্ব দিয়ে কিছুটা হাপ ছেড়ে বেঁচেছিল KKR ম্যানেজমেন্ট। তবে মরসুম শুরু হতেই নিজের দক্ষ অধিনায়কত্ব দিয়ে মন কাড়তে পারছেন না অজিঙ্কা। কেননা, তিনি মূলত সেফ অপশন বেছে নেওয়ার দিকে ঝুঁকেছেন। অধিনায়ক হিসেবে, শ্রেয়সের স্থলাভিষিক্ত হলেও একেবারে ভিন্ন মেজাজের খেলোয়াড় রাহানে।

বিগত ম্যাচগুলিতে, তাঁর বেশ কিছু ভুল নেতৃত্ব যেমন, সঠিক সময়ে সঠিক বোলারকে বোলিং না দেওয়া, রক্ষণাত্মক ফিল্ডিংয়ের অভাব, ব্যাটিং অর্ডারে আগ্রাসী পদক্ষেপের অভাব সহ একাধিক ভুল সিদ্ধান্তের জেরে চলতি মরসুমে ক্রমশ খেই হারাচ্ছে গতবারের হিরোরা।

ব্যাটিং বিপর্যয়

চলতি সিজনে দলে আক্রমণাত্মক ব্যাটসম্যান থাকা সত্ত্বেও সেই সুযোগ একেবারে কাজে লাগাতে পারছে না কলকাতা নাইট রাইডার্স। কখনও রিঙ্কু সিংয়ের মতো ম্যাচ ফিনিশারকে ব্যাটিং অর্ডারের একেবারে নিচে নিয়ে যাওয়া, কখনও রাসেলকে প্রমোট করা, কখনও আবার ব্যর্থ হওয়া সত্বেও ভেঙ্কটেশকে একই জায়গায় খেলানো, এইসব কারণের জেরে একেবারেই চরম ব্যর্থতা দেখতে হচ্ছে নাইটদের।

বিশেষজ্ঞরা বলছেন, এ মরসুমে কলকাতার মিডিল অর্ডারের কেউই ধারাবাহিক রান পাচ্ছেন না। ভেঙ্কটেশের মতো একজন খেলোয়াড় যাঁকে 23.75 লাখ দিয়ে দলে রাখা হয়েছে সেই তারকাও বেশিরভাগ ম্যাচেই ডাহা ফেল করেছেন।

অবশ্যই পড়ুন: ফাঁস হবে সব! পহেলগাঁওয়ে জঙ্গিদের সাহায্য করেছিলেন কারা? তথ্য দেবে পালসার বাইক

অনিয়মিত বোলিং আক্রমণ

কলকাতা নাইট রাইডার্সের প্রধান অস্ত্র যে স্পিন, তা বর্তমানে সর্বজনবিদিত। তবে তা জানা সত্ত্বেও চলতি মরসুমের বেশিরভাগ ম্যাচেই অনিয়মিত স্পিন। বরুণ চক্রবর্তীদের ওপর ভরসা না করে এ যাত্রায় পেসারদের ওপর বিশেষ জোর দিচ্ছেন রাহানে। বিশেষজ্ঞরা বলছেন, কখনও স্পিন, কখনও পেসার এমন অনিয়মিত বোলিংয়ের কারণে ভুগতে হচ্ছে নাইটদের। এছাড়াও, দলে শৃঙ্খলার বেশ কিছুটা অভাব রয়েছে বলেই মনে করছেন অনেকেই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group