কলকাতাঃ নভেম্বরের ২৪ ও ২৫ তারিখ অনুষ্ঠিত হতে চলেছে ২০২৫ এর আইপিএলের জন্য মেগা নিলাম। ভারতে নয়, এই অনুষ্ঠানটি হবে সৌদি আরবে। তবে ভারতে বসেও আপনি লাইভ দেখতে পারবেন। এবার মেগা নিলামে সবথেকে বেশি নজর যেই দলের উপর থাকবে, সেটি হল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এবার KKR তাঁদের IPL জয়ী অধিনায়ক সহ মিচেল স্টার্ক, ফিল সল্টকে ছেড়ে দিয়েছে। আর এই জায়গা পূরণের জন্য মরিয়ে হয়ে উঠেছে নাইট কর্তৃপক্ষ।
ঈশান কিষাণ | Ishan Kishan |
এবার কলকাতা নাইট রাইডার্স মুম্বইয়ের প্রাক্তন প্লেয়ার তথা উইকেট রক্ষক ঈশান কিষাণকে নিজেদের দলে টানতে পারে। নাইট শিবিরে অধিনায়কের পাশাপাশি উইকেটরক্ষকেরও অভাব রয়েছে, তাই তাঁরা ঈশান কিষাণকে দলে নিয়ে কিছুটা অভাব পূরণ করতে চাইবে।
জস বাটলার | Jos Buttler |
এছাড়াও KKR এবার নতুন ওপেনারের খোঁজ করছে। গতবার দুরন্ত স্টার্টিং দেওয়া ফিল সল্টকে ছেড়ে দিয়েছে কলকাতা। আর সেই জায়গা পূরণের জন্য শাহরুখের দল এবার ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটার জস বাটলাররের দিকে নজর রাখছে। সম্প্রতি রাজস্থান রয়্যালস তাঁকে ছেড়ে দিয়েছে। আর এই কারণে সুনীল নরেনের যোগ্য পার্টনার হিসেবে তাঁকেই প্রথম পছন্দ করতে পারে KKR।
মহম্মদ শামি | Mohammed Shami |
চোটের কারণে গত IPL সিজনে খেলতে না পারা মহম্মদ শামির দিকেও এবার নজর রাখছে KKR। গুজরাট টাইটান্স শামিকে এবার রিলিজ করেছে। ২০২৩-র বিশ্বকাপে শেষবার মাঠে দেখা গিয়েছিল শামিকে। তারপর থেকেই চোটে ভুগছেন তিনি। তবে চোট সারিয়ে উঠতে পারলে কলকাতায় মিচেল স্টার্কের সবথেকে ভালো বিকল্প হতে পারেন শামি।
আর্শদীপ সিং | Arshdeep Singh |
এছাড়াও ডেথ ওভারের কিং নামে খ্যাত টিম ইন্ডিয়ার তরুণ বোলার আর্শদীপ সিং-র দিকেও নজর রাখছে KKR। গত T20 বিশ্বকাপে জসপ্রীত বুমরাহর সঙ্গে সমান তালে তাল মিলিয়ে বল করেছিলেন তিনি। গতির সঙ্গে সুইং, দুইইয়েই দক্ষ আর্শদীপ। তাই এবার তাঁকেও নেওয়ার জন্য ঝাঁপাবে KKR।
ভেঙ্কটেশ আইয়ার | Venkatesh Iyer |
এছাড়া KKR তাঁদের পুরনো প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ারকেও কেনার জন্য ঝাঁপাতে পারে। আইয়ার মিডিল অর্ডারে ঝোড়ো ব্যাটিংয়ের জন্য খ্যাত। এমনকি সে বলেও মাঝেসাঝে কামাল করে দেখাতে পারে। আইয়ার প্রথম থেকেই KKR-র সঙ্গে যুক্ত। এবং কলকাতাও তাঁর থেকে ভালো পারফর্ম পেয়েছে। সেই কারণে তাঁকেও এবার বাকেট লিস্টে রাখছে KKR।
ফিল সল্ট | Phil Salt |
শেষ জনও কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন প্লেয়ার। তিনি হলেন ফিল সল্ট। গতবছর সল্টের কারণে বেশীরভাগ ম্যাচেই KKR দুরন্ত শুরু করেছিল। তবে প্লে অফে খেলতে পারেননি সল্ট। দুর্ভাগ্যক্রমে এবার তাঁকে রিটেন প্লেয়ারদের মধ্যে রাখতে পারেনি KKR। তবে তাঁকে ফের দলে নেওয়ার জন্য নিলামে ডাক তুলতে পারে নাইট ম্যানেজমেন্ট।