দুঃখের দিন শেষ! ম্যাচ হেরেও এই নিয়মে প্লে অফে উঠে যাবে KKR

Published on:

Kolkata Knight Riders can still qualify for the playoffs with this rule even if they lose

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি মরসুমে 5 ম্যাচে হেরে বিদায়ের ঘন্টা বাজে বাজে অবস্থা কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, প্লে অফের অঙ্ক সরল করতে আগামী 6 ম্যাচের 5টিতে জিততেই হবে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। আর সেই পথেই প্রথম প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। এই আসরে মুখ থুবড়ে পড়লে যাত্রা একপ্রকার শেষ হবে নাইটদের। তবে KKR তারকা মঈন আলি সেটা বিশ্বাস করেন না। তাঁর মতে কলকাতা ঘুরে দাঁড়াবে! তবে একটু ভিন্ন ধাঁচে! ব্যাপারটা ঠিক কেমন? নাইট অলরাউন্ডারের বক্তব্য, KKR ফিরবে মুম্বই ইন্ডিয়ান্সের মতোই।

KKR-র প্লে অফ সমীকরণ

কলকাতার নাইট রাইডার্সের এবারের করুণ দশা দেখে মনেই হচ্ছে না তারা গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল। চলতি সিজনে প্রতিপক্ষের সামনে উপস্থিত হতেই একেবারে নাকাল অবস্থা অজিঙ্কা রাহানে বাহিনীর। শেষবারের মতো পাঞ্জাব ও গুজরাতের কাছে পরাস্ত হয়ে তালিকায় জোর ধাক্কা খেয়েছে শাহরুখ খানের দল। এমতাবস্থায়, অঙ্ক বলছে, আগামী 6 ম্যাচের 5 আসরেই জয় নিশ্চিত করতে হবে KKR ব্রিগেডকে। যদিও সেই কাজ এবারের নাইট রাইডার্সের জন্য যথেষ্ট কঠিন হতে চলেছে।

মঈন আলির মতে এভাবেও ফেরা যায়

বাংলা নববর্ষের প্রথম দিন পাঞ্জাবের বিরুদ্ধে হারের ম্যাচ শেষ হতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাইট তারকা মঈন আলি জানিয়েছিলেন, কলকাতা নাইট রাইডার্স ফিরবে। অতীতের দিকে তাকান। মুম্বই ইন্ডিয়ান্সের অবস্থা একেবারে বেহাল ছিল। কিন্তু বর্তমানে তারা চারটি ম্যাচ জিতে লড়াইয়ে জায়গা ধরে রেখেছে। আমরাও সেই মানসিকতা নিয়েই এগোচ্ছি। সমীকরণ অনুযায়ী আমাদের প্রায় সবকটা ম্যাচ জিততেই হবে। সেই ক্ষমতা KKR দলের আছে। তবে সেই কঠিন কাজ সম্পূর্ণ করতে আমাদের আরও দৃঢ়প্রতিজ্ঞ ও সাহসী হতে হবে।

এদিন দল প্রসঙ্গে মঈন আরও জানান, আমরা ব্যাটিং অর্ডারেই মার খাচ্ছি! মিডিল অর্ডার একেবারে ধসে পড়ছে। ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রমণদীপ সিং ওরা কেউই তেমন ফর্মে নেই। এরপরই আলির সংযোজন ছিল, ঘটনাটা খুব একটা বেশি দিন পুরোনো নয়। আমরা 240 রান তাড়া করে প্রায় জিতে ফেলেছিলাম। কাজেই মাঝেমধ্যে আমরা ভালই খেলছি। তবে এটা ভাবার কোনও কারণ নেই যে আমরা সব সময় ভাল খেলি। মঈনের বক্তব্য ছিল, গত দুই ম্যাচে আমরা যেভাবে ব্যাট করেছি তা ম্যাচ জেতার মতো নয়।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: ব্যবসা বন্ধ করেছে পাকিস্তান, ও দেশ থেকে কী কী আমদানি করে ভারত? দেখুন তালিকা

এদিন খেলোয়াড়ের শেষ সংযোজন ছিল, চাপ নিয়ে মাঠে নামতে চাই না। দলে সুনীল নারিনের মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা রয়েছেন। একই সাথে রাহেনের মতো বিচক্ষণ ও অভিজ্ঞ অধিনায়ককে আমরা পেয়েছি, এছাড়াও রিঙ্কু, আমি, রাসেল ও অন্যান্যরা তো আছিই। কাজেই শক্তিটা কাজে লাগাতে হবে। আর বোকামো করলে চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব ফর্মে ফিরতে হবে!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥