দেশে ফেরার হুড়োহুড়ি বিদেশিদের, দুই প্লেয়ারকে হোটেলেই আটকে রাখল KKR!

Published on:

Kolkata Knight Riders kept two players in hotels despite releasing foreigners

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাক সংঘাতের মাঝে গত শুক্রবার আচমকা স্থগিত হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টদশ সংস্করণ। জল্পনা রয়েছে, খুব শীঘ্রই ভারতীয় ক্রিকেট বোর্ডের সবুজ সংকেত পেলেই শুরু হবে IPL 2025 মরসুমের অবশিষ্টাংশ। যদিও, এক সপ্তাহ পর পরিস্থিতি বুঝে IPL শুরু করার কথা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এমতাবস্থায়, ভারতে চরম উত্তেজনার জের, দেশে ফেরার হুড়োহুড়ি লেগে গিয়েছে, বিদেশি খেলোয়াড়দের মধ্যে। শোনা যাচ্ছে, শনিবার KKR বনাম হায়দরাবাদ ম্যাচের আগের দিনই IPL স্থগিতাদেশ পেতেই নাকি ভারত ছেড়ে দেশে ফিরতে শুরু করেছেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েলরা। এহেন আবহে, নাকি দুজন ক্রিকেটারকে হোটেলেই রেখে দিয়েছে KKR।

ভারত ছাড়ছেন বিদেশি প্লেয়াররা

শনিবারের ম্যাচকে সামনে রেখে বহু আগেই হায়দরাবাদে উড়ে গিয়েছিল টিম KKR। তবে ভারত-পাকিস্তান যুদ্ধের আবহ ক্রমশ কড়া হওয়ায় আতঙ্কে যে যার মতো হায়দরাবাদ থেকেই দেশে ফিরতে শুরু করেছেন নাইট প্লেয়াররা। সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল থেকে শুরু করে অনেকেই ইতিমধ্যে দেশে ফিরেছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সূত্রের খবর, নিজের দেশে ফেরার তোরজোর শুরু করেছেন দক্ষিণ আফ্রিকান পেসার এনরিখ নরকিয়া ও অস্ট্রেলিয়ান তারকা স্পেন্সার জনসনরাও। এমনকি স্বদেশী খেলোয়াড়রাও যে যার রাজ্যে ফিরে যাচ্ছেন। এমতাবস্থায়, শোনা যাচ্ছে বড় খবর। সূত্র বলছে, বাকিদের যেতে দিলেও পাঞ্জাব ক্রিকেটার রমণদীপ সিং ও জম্মু ও কাশ্মীরের ছেলে উমরান মালিককে এখনই ছাড়তে রাজি নয় KKR।

শোনা যাচ্ছে, বর্তমানে জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাব সীমান্তে পাক সেনাদের সাথে সংঘর্ষ চরমে ওঠায় এই দুই প্লেয়ারকে নিয়ে ঝুঁকি নিতে গড়রাজি কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। তাই তাঁদের দুজনকেই টিম হোটেলে রাখা হয়েছে।

অবশ্যই পড়ুন: নেতৃত্ব ফিরে পেতে চেয়েছিলেন বিরাট! আশা পূরণ না হওয়ায় অবসর? প্রকাশ্যে আরও দুই চাঞ্চল্যকর তথ্য

উল্লেখ্য, সমাজমাধ্যম জুড়ে ভেসে চলা নানান খবর অনুযায়ী, আগামী 48 ঘণ্টার মধ্যেই নাকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারে BCCI। সেই সাথে বেশ কয়েকটি উড়ো খবর বলছে, ভারত-পাক সংঘর্ষের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আগামী 18 মে থেকে ফের শুরু হয়ে যেতে পারে IPL-র দ্বিতীয় দফা। সেক্ষেত্রে নাকি, কলকাতা, হায়দরাবাদ, চেন্নাই অথবা বেঙ্গালুরুতে অবশিষ্ট ম্যাচগুলি আয়োজন করতে পারে কর্তৃপক্ষ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group