নতুন জার্সি পেল নাইটরা, অধিনায়ক কে? জানিয়ে দিল KKR!

Published on:

Kolkata Knight Riders Launched new jersey with 3 stars

বিক্রম ব্যানার্জী, কলকাতা: করব-লড়বো-জিতবো রে… এই জয় মন্ত্র নিয়েই এবার 2025 IPL মরসুমে মাঠে নামতে চলছে 3 বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে মাঠে নামার আগেই নতুন জার্সি লঞ্চ করে ফেলল KKR। সদ্য প্রকাশিত সেই জার্সিতে বাদবাকি সবকিছু এক রেখে 3টি স্টার যুক্ত হয়েছে। কার্যত একেবারে নতুন ডিজাইনের জার্সি গায়ে 22 গজের লড়াইয়ে অবতীর্ণ হবেন ভেঙ্কটেশ আইয়াররা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

KKR জার্সিতে বড় বদল

2025 IPL মরসুমে পা রাখার আগেই নাইটদের জার্সিতে উল্লেখযোগ্য বদল এসেছে। সূত্র বলছে, আন্দ্রে রাসেলদের জার্সিতে যে এবার কিছুটা কাটাছেঁড়া করা হতে পারে তা নিয়ে আগেই শুরু হয়েছিল জল্পনা। ভক্তরা ধারণা করেছিলেন, স্বল্প হলেও বদল আসবে KKR জার্সিতে। আর সেটাই হলো.. তবে রং বা কারুকার্যে সেভাবে বদল না আসলেও মূলত জার্সির বুকের বাঁদিকে 3টি স্টার যুক্ত হয়েছে।

কেন জার্সিতে 3টি স্টার যোগ করল নাইট ম্যানেজমেন্ট?

বেশ কিছু রিপোর্ট মারফত খবর, কলকাতা নাইট রাইডার্সের মূল মন্ত্র করব লড়বো জিতবো রে.. মূলত 3টি ধাপে সংগঠিত। একই ভাবে IPL-এর ইতিহাসে এখনও পর্যন্ত 3 বার চ্যাম্পিয়ন হয়েছে শাহরুখ খানের দল। মনে করা হচ্ছে, 3 বারের জয়কে সামনে রেখেই 2025 IPL মরসুমের KKR জার্সিতে 3টি তারা যুক্ত হলো।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রকাশ্যে এসেছে KKR-এর জার্সি লঞ্চের ভিডিও

সম্প্রতি দলের ছেলেদের জন্য 3 তারা যুক্ত একেবারে নতুন জার্সি লঞ্চ করে তাক লাগিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আসন্ন মার্চের মহারণ শুরু হওয়ার আগেই জার্সি বদলে আত্মবিশ্বাস বাড়াতে চাইছে নাইটরা। সদ্য কলকাতা নাইট রাইডার্সের তরফে জার্সি প্রকাশের একটি ভিডিও সামনে এসেছে। যেখানে, 3 তারা যুক্ত নতুন জার্সি গায়ে দেখা গিয়েছে, রিঙ্কু সিং, রমনদীপ সিং, মনিশ পান্ডে থেকে শুরু করে বৈভব আরোরা, ভেঙ্কটেশ আইয়ারসহ বাকিদের।

জার্সি বদলের সাথে সাথেই ঠিক হয়ে গেল অধিনায়ক?

কলকাতা নাইট রাইডার্সের 3 তারা যুক্ত নতুন জার্সি গায়ে রিঙ্কুদের উচ্ছ্বসিত মুহূর্তের ভিডিওতে একেবারে মধ্যমণি হিসেবে দেখা গিয়েছে ভেঙ্কটেশ আইয়ারকে। তাঁকে ঘিরেই দাঁড়িয়ে রয়েছেন দলের বাকিরা। আর এই ভিডিও সামনে আসতেই খেলোয়াড়কে নিয়ে দুয়ে দুয়ে চার করে ফেলেছেন নাইটদের ভক্ত মহল। জার্সি প্রকাশের অনুষ্ঠানে বিশেষভাবে ভক্তদের নজর কেড়েছেন ভেঙ্কি।

অবশ্যই পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে না খেলেই ফাইনালে যাবে টিম ইন্ডিয়া! দেখে নিন সমীকরণ

আর সেই কারণেই তাঁকে দলের অধিনায়ক হিসেবে ফের কল্পনা করতে শুরু করেছেন KKR প্রিয় মানুষজন। যদিও আসন্ন মরসুমে দলের যাবতীয় দায়-দায়িত্ব অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ নাকি অন্য কোনও বিদেশির কাঁধে উঠবে সে বিষয়ে এখনও পর্যন্ত খোলসা করে কিছুই জানায়নি KKR কর্তারা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group