বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ মরসুমে বারংবার ব্যাটিং অর্ডারের কারণে ডুবেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বেঙ্গালুরুর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মিডল অর্ডারের ব্যর্থতার পরই ভুল ত্রুটি শুধরে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। এর মাঝে কেটে গিয়েছে দীর্ঘ সময়। নাইটদের ব্যাটিং অর্ডারে বদল আসবে বলেও তৈরি হয়েছিল জল্পনা। বাস্তবে সেই পরিবর্তন চোখে পড়েনি।
বিশেষত আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংদের মতো সেরা ফিনিশারদের একেবারে শেষের দিকে জায়গা দেওয়ায় বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েছিল রাহানের নেতৃত্ব। সেই সাথে, কাঠগড়ায় তোলা হয়েছিল KKR ম্যানেজমেন্টকেও! তবে তা সত্ত্বেও বদলায়নি নাইটদের ব্যাটিং অর্ডারের চেহারা।
আর সেই ভুলের মাসুল গতকাল ইঞ্চিতে ইঞ্চিতে দিতে হয়েছে KKR-কে। সোমবার, ঘরের মাঠে একেবারে জেতা ম্যাচ হাতছাড়া হয়েছে রাসেলদের। আর এই ব্যর্থতার কারণ হিসেবে উঠে আসছে ফিনিশার রিঙ্কুর প্রসঙ্গ। বিশেষজ্ঞদের বেশিরভাগেরই দাবি, রিঙ্কু গতকাল যে আত্মবিশ্বাসী ইনিংস খেলেছিলেন তা কাজে আসতো যদি তাঁকে আগে নামানো হতো। হ্যাঁ, বর্তমানে রিঙ্কুর ব্যাটিং পজিশন নিয়ে যথেষ্ট সমালোচিত হচ্ছে KKR ম্যানেজমেন্ট।
রিঙ্কুকে নিয়ে পরিকল্পনায় ভুল KKR-র
গতকাল ঘরের মাঠে 8 নম্বরে ব্যাট করতে এসে নিজের জাত চিনিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সেরা ফিনিশার রিঙ্কু সিং। এদিন মাত্র 15 বলে 6টি চার ও দুটি ছয় সহযোগে 38 রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থেকেছেন রিঙ্কু। তবুও জেতেনি দল। আর এখানেই উঠছে প্রশ্ন।
নাইট সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞদের বড় অংশ মনে করছেন, রিঙ্কু সিংকে 8 নম্বরে ব্যাট করতে না পাঠিয়ে যদি তাঁকে আগে নামানো হতো, সে ক্ষেত্রে সোমবার জয় হতো কলকাতা নাইট রাইডার্সের! হ্যাঁ, অভিজ্ঞদের সিংহভাগই মনে করছেন, রমণদীপ, রঘুবংশী বা রাসেলকে আগে না পাঠিয়ে যদি রিঙ্কুকে আগে খেলানো হতো, তবে হয়তো গতকাল দুর্দিন দেখতে হতো না নাইটদের। সম্প্রতি কার্যত একই মন্তব্য করেছেন মহারাজ সৌরভ গাঙ্গুলিও।
অবশ্যই পড়ুন: মোহনবাগান ISL জিততে পারলেই কলকাতায় আসবেন মেসি? রয়েছে বড় উপহারও
রিঙ্কুকে নিয়ে সৌরভের বক্তব্য
সোমবার ঘরের মাঠে ফের হারে ফিরেছে KKR। তবে প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মনে করেন এই ম্যাচে হারার কোনও সম্ভবনাই ছিল না কলকাতার! গতকাল লখনউয়ের জয়ের পরই দাদা সৌরভ জানান, এই ম্যাচে কেউ হারে! রিঙ্কু সিং ও আন্দ্রে রাসেলের মতো সেরা ফিনিশারদের এত দেরিতে নামানো ঠিক হয়নি! রিঙ্কুকে 8 নম্বরে কেন? KKR-কে তাদের পরিকল্পনা নিয়ে এখনও অনেক ভাবতে হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |