বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপেক্ষা শেষ হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে IPL-এর 18তম সংস্করণ। তবে প্রথম আসরে শুভারম্ভ করতে পারেনি গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। অধিনায়ক অজিঙ্কা রাহানের দাপুটে ইনিংস দেখে জয়ের আশা তৈরি হয়েছিল ঠিকই, তবে 22 গজে দাঁড়িয়ে থেকে সেই আশায় জল ঢেলেছেন ভারতীয় মহাতারকা তথা বেঙ্গালুরুর পাওয়ার কার্ড বিরাট কোহলি। 7 উইকেট হাতে রেখেই নাইটদের উড়িয়ে দিয়েছে RCB। কিন্তু প্রথম ম্যাচেই কেন এমন হাল হল কলকাতার? নেপথ্যে ঠিক কোন কারণ? প্রকাশ্যে বড় তথ্য।
নাইটদের পরাজয়ের 4 বড় কারণ
টসে হার
শনিবাসরীয় ম্যাচে ভাগ্য ফেরেনি কলকাতার। যার অন্যতম কারণ হতে পারে টস পরাজয়। হ্যাঁ, গতকাল রজত পাতিদারের মুখোমুখি হয়ে টসে হেরেছিলেন রাহানে। আর সেই কারণেই প্রথমে ব্যাট করতে হয়, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। সূত্র বলছে, দুপুরে বৃষ্টির কারণে পিচে সামান্য আদ্রতা আগে থেকেই ছিল। যার সুবিধা পেয়েছেন RCB পেসাররা।
সন্ধ্যার দিকে পিচে স্পিনাররা খেল দেখালেও দ্বিতীয় ইনিংসের শিশির সমস্যার কারণে কেকেআর স্পিনারদের কাছে সেভাবে সুযোগ তৈরি হয়নি। কাজেই বলা যেতে পারে, টসে হারের পরই একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল কলকাতার পরাজয়! কারণ, ইডেন এমনিতেই চেজিং পিচ।
ভেঙ্কটেশদের ব্যর্থতা
ওপেনিং করতে নেমে চেষ্টা করেও টিকে থাকতে পারেননি, প্রোটিয়া নায়ক কুইন্টন ডিক’ক। তবে ডিক’ক চলে যেতেই ইডেনের মাটিতে কার্যত ঝড় তুলেছিলেন অজিঙ্কা রাহানে ও সুনীল নারিন। তবে সেই ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি। RCB বোলারদের হাতে উইকেট দিয়ে দুই মহারথী সাজঘরে ফিরলে নাইটদের মিডল অর্ডার মুখ থুবড়ে পড়ে। 107 রানে 1 উইকেট থেকে 150 রানে 6 উইকেট যোগ হয় নাইট শিবিরে।
বলা বাহুল্য, এদিন কলকাতার হারের অন্যতম কারণ মিডিল অর্ডারের ব্যর্থতা। 23.75 কোটির ভেঙ্কটেশ আইয়ার থেকে শুরু করে রিঙ্কু, আন্দ্রে রাসেল কেউই দলের হয়ে ভরসাযোগ্য ইনিংস খেলতে পারেননি।
রাহানের নেতৃত্ব
শনির ম্যাচে নিজের পুরনো পরিসংখ্যান বদলে ফেলেছিলেন রাহানে। ব্যাট হাতে ভারতীয় তারকার গতকালের ইনিংস মনে রাখবেন ভক্তরা। তবে ঝোড়ো ব্যাটিং দেখিয়ে প্রশংসা কুড়লেও অধিনায়ক হিসেবে গতকাল ব্যর্থ হয়েছেন অজিঙ্কা। কেন এমন অভিযোগ, ওয়াকিবহাল মহল বলছে, হর্ষিত রানা ও সুনীল নারিন দলের প্রধান অস্ত্র জানা সত্ত্বেও তাদের অনেক দেরিতে নিয়ে আসা হয়েছে।
যা নাইটদের পরাজয়ের অন্যতম কারণ। সূত্র বলছে, রানাদের হাতে যখন বল তুলে দেওয়া হল ততক্ষণে নাইট দের পুরনো সৈনিক সল্ট ও বিরাট কোহলি সেট হয়ে গিয়েছেন। কাজেই শুরুতে ব্যাটিং করে রানের সংখ্যা বাড়ালেও অধিনায়ক হিসেবে ভক্তদের কাছ থেকে একেবারেই পয়েন্ট বাড়েনি অজিঙ্কার।
কোহলির অপরাজিত ইনিংস
উদ্বোধনী ম্যাচেই উসকে গিয়েছে ভারত বনাম পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফি ম্যাচের স্মৃতি। শনিবার প্রায় একার কাঁধে দলের দায়িত্ব তুলে নিয়েছিলেন বিরাট। এদিন কোহলির ব্যাট থেকে শতরান আসেনি ঠিকই তবে 4টি চার ও 3টি ছয় সহযোগে 36 বলে 59 রানের বড় ইনিংস খেলেছিলেন কোহলি। শুধু তাই নয়, মাঠে টিকে থেকে বেঙ্গালুরুর জয়টাও নিশ্চিত করে দিয়েই গেছিলেন বিরাট।
অবশ্যই পড়ুন: দল ডুবলেও বিরাট সাফল্য পেলেন ইস্টবেঙ্গলের বিষ্ণু
মুখ খুলেছেন রাহানে
ঘরের মাঠেই প্রথম ম্যাচ হারতে হল নাইটদের। কেন এমন দুরবস্থা শাহরুখ খানের কলকাতার? ম্যাচ শেষ হতেই এ প্রসঙ্গে মুখ খুলেছেন KKR-এর নতুন অধিনায়ক অজিঙ্কা রাহানে। শুরুটা ভাল করেও কখন ম্যাচ ঘুরল? এমন প্রশ্নের উত্তরে রাহানে বলেন, প্রথম 13 ওভার পর্যন্ত খুব ভাল ব্যাট করছিলাম। কিন্তু আচমকা পরপর দু তিনটে উইকেট পড়ে যায়। আর সেখান থেকেই ঘুরে গিয়েছিল ম্যাচ। পরবর্তীতে যেসব ব্যাটসম্যানরা মাঠে নেমেছিলেন তারা তাদের সেরাটা চেষ্টা করেও দিতে পারেননি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |